সর্বশেষ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনার প্রতিশ্রুতি সেনাবাহিনীর
সিলেট থেকে উড়াল দিলো প্রথম হজ ফ্লাইট
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা
পদ্মা সেতু এখন সিসিটিভি ক্যামেরার আওতায়
আইএমএফের ১০০ কোটি ডলার ঋণ পেল পাকিস্তান
যশোরে জুলাই গণঅভ্যত্থানে আহতদের চেক বিতরণ অনুষ্ঠানে হট্টগোল
প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার
সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে ৭ সিদ্ধান্ত, জানালেন আসিফ মাহমুদ
সহযোদ্ধার ওপর হামলা, ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা
আ.লীগ সরকারের করা চুক্তিতে দেশে ফিরিয়ে আনা সম্ভব হাসিনাকে
ঠাকুরগাঁওয়ে স্কাউটস’র মাল্টিপারপাস ওয়ার্কশপ
সর্বজনীন পেনশন স্কিমে বড় পরিবর্তন
মির্জা ফখরুলের বাম চোখে সফল অস্ত্রোপচার
জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠারও আগের: শিশির মনির
জাকসুর নির্বাচনী আচরণ বিধিমালা প্রকাশ

সহযোদ্ধার ওপর হামলা, ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা

অনলাইন ডেস্ক

সহযোদ্ধার ওপর হামলা করায় নিজের ছেলেকে পুলিশে দিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন সামীম।

বুধবার দুপুরে মুন্নাকে (২৪) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

মুন্না নামের এক যুবককে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম।

সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক সহিংসতার ঘটনায় গত ১২ মে বিএনপি নেতা বিল্লালের ওপর পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নিজের ছেলে মুন্নাকে নিজেই থানা পুলিশে সোপর্দ করলেন বিএনপি নেতা সামীম মেম্বার।

সামীম মেম্বার বলেন, গত ১২ মে আমার চাচাতো ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের ওপর একটি ন্যক্কারজনক হামলা চালানো হয়, যেখানে সে গুরুতর আহত হয়। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি- এ ঘটনায় আমার ছেলেও জড়িত ছিল। আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার ছেলেকে নিজ হাতে পুলিশে তুলে দিয়েছি। আইন অনুযায়ী তার উপযুক্ত শাস্তি কামনা করছি।

তিনি আরও বলেন, এ ঘটনায় যারা জড়িত, তাদের অভিভাবকদেরও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অপরাধীদের থানায় সোপর্দ করার আহবান জানান তিনি। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি কেউ কেউ আমাকে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা করছেন; আমি এই হীন চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সামীম মেম্বারের এই সাহসী পদক্ষেপ ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সমাজে এমন সচেতন ও ন্যায়পরায়ণ অভিভাবকের দৃষ্টান্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য হতে পারে অনুকরণীয়- এমন মন্তব্য করেছেন অনেকে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মুন্নাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ