সর্বশেষ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনার প্রতিশ্রুতি সেনাবাহিনীর
সিলেট থেকে উড়াল দিলো প্রথম হজ ফ্লাইট
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা
পদ্মা সেতু এখন সিসিটিভি ক্যামেরার আওতায়
আইএমএফের ১০০ কোটি ডলার ঋণ পেল পাকিস্তান
যশোরে জুলাই গণঅভ্যত্থানে আহতদের চেক বিতরণ অনুষ্ঠানে হট্টগোল
প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার
সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে ৭ সিদ্ধান্ত, জানালেন আসিফ মাহমুদ
সহযোদ্ধার ওপর হামলা, ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা
আ.লীগ সরকারের করা চুক্তিতে দেশে ফিরিয়ে আনা সম্ভব হাসিনাকে
ঠাকুরগাঁওয়ে স্কাউটস’র মাল্টিপারপাস ওয়ার্কশপ
সর্বজনীন পেনশন স্কিমে বড় পরিবর্তন
মির্জা ফখরুলের বাম চোখে সফল অস্ত্রোপচার
জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠারও আগের: শিশির মনির
জাকসুর নির্বাচনী আচরণ বিধিমালা প্রকাশ

পদ্মা সেতু এখন সিসিটিভি ক্যামেরার আওতায়

অনলাইন ডেস্ক

পুরো পদ্মা সেতু এখন সিসি ক্যামেরার আওতায়। এতে সেতুতে যান চলাচল ও নিরাপত্তায় সার্বক্ষণিক মনিটরিং সহজ হয়েছে। সেতুতে দুর্ঘটনা বা বিকল হয়ে যাওয়া যানের অবস্থান চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা করা যাচ্ছে।

পদ্মা সেতু এবং দুই পারের অ্যাপ্রোচের মাওয়া থেকে পাঁচ্চর পর্যন্ত ১৩৩টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুরো পদ্মা সেতু সিসি ক্যামেরার আওতায় আসায় নিরাপত্তা বেড়েছে বলে মনে করছেন যাতায়াতকারীরা।

নির্দিষ্ট দূরত্বে সেতুজুড়ে চার ধরনের ক্যামেরা স্থাপন করা হয়েছে।  প্রয়োজন অনুযায়ী ক্যামেরাগুলো অটোমেটিক জুম হয়। মাওয়া প্রান্তের সেন্টারে বসে চারজন সার্বক্ষণিক নোট নিয়ে এবং প্রয়োজন অনুযায়ী সে লোকেশনে টহল টিম প্রেরণ করছে। এই ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে পদ্মা সেতুর প্রযুক্তি পূর্ণতা পেয়েছে। দুই পারের এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ গতির ন্যায় পদ্মা সেতুতেও যানবাহনের সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটারে উন্নীত করা হয়েছে।

গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন কার্যকরের ক্ষেত্রেও এ ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। সেতুতে দুর্ঘটনা এবং যান্ত্রিক ত্রুটির কারণে বিকল থাকা যানবাহনের অবস্থান তাৎক্ষণিক চিহ্নিত করা সহজ হয়েছে। এতে এই অংশে ডাকাতিসহ অপরাধের শঙ্কাও কেটে গেছে। তাই স্বাচ্ছন্দ্যে রাত-দিন পদ্মা সেতু পারাপার হচ্ছে হাজার হাজার যানবাহন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিবিএর পরিচালক ও যুগ্ম সচিব আলতাফ হোসেন শেখ বলেন, এতে কিন্তু আমরা মনিটরিং রুম থেকে পুরো ব্রিজ, পুরো দুই পাশের যে সার্ভিস লেন এবং এই দুই টোলপ্লাজা আমরা রিমোটলি মনিটর করতে পারি। এটা যেমন সেতু এলাকা থেকে পারি, আমাদের বিবিএ প্রধান কার্যালয়ের সেতু ভবন থেকেও আমরা মনিটর করতে পারি। ফলে কোনোরকম দুর্ঘটনা হলে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে মনিটরিং টিম বা আমোদের রেসকিউ টিম যাতে যায় এটা আমরা করতে পারি। এই ক্যামেরা সিস্টেমের আওতায় পুরোই আছে। ফলে কেউ যদি কোনো ধরনের কোনো খারাপ কিছু করতেছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ডিটেক্ট করতে পারি।

প্রকৌশলীরা জানিয়েছেন, উচ্চক্ষমতার এই সিসি ক্যামেরা ৩৬০ ডিগ্রি মুভ করতে পারে। জুম করলেও ছবি স্পট। ওয়েদার সিস্টেম আটো ইন্ডিকেটেড, এজন্য আলাদা ওয়েদার স্টেশন বসানোর প্রয়োজন হয়নি। এই ক্যামেরায় আবহাওয়া, তাপমাত্রা এমনকি ঘন কুয়াশার দৃশ্যমান পরিস্থিতিও জানান দেবে।

নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন, ক্যামেরার মাধ্যমে আমাদের যে আলাদা সার্ভিলেন্স সিস্টেম আছে সেখানে চারজনেই মনিটর করছেন। পরে যদি ওখানে কোনো রেসকিউ লাগে আমাদের পেট্রোল টিমের মাধ্যমে তা আমরা করছি।

পদ্মা সেতু প্রকল্পের অতিরিক্ত পরিচালক শেখ ইশতিয়াক আহাম্মেদ বলেন, আমাদের পদ্মা সেতুতে খুব সুন্দর সিস্টেম আছে- সেটা হচ্ছে আমরা আইটিএস সিস্টেম বলি। ইন্টেলিজেন ট্রান্সফোর সিস্টেম, ট্রান্সপ্রটেশন সিস্টেম। এটা খুবই উন্নত।

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ