ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি নিয়ে আজ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ভোটাররা।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে নির্ধারিত সময়ের আগেই স্লোগান দিতে দিতে নগর ভবনের সামনে আসেন দলীয় নেতাকর্মীসহ দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ মানুষ। তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত মেয়র পদে আসিন না হবে ততক্ষণ পর্যন্তই তাদের অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকাবাসী।
এর আগে গতকাল বুধবার দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি করে তারা। তাদের অভিযোগ, গত ৫ আগস্টের পরবর্তী সময়ে নানামুখী সমস্যায় নগরবাসী৷ এদিকে গেলো মাসের ২৭ এপ্রিল গেজেট প্রকাশিত হলেও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়েননি বিএনপি নেতা ইশরাক হোসেন। তারই ধারাবাহিকতায় নগরবাসীর দাবি পূরণের লক্ষ্যে আজ এই দিনব্যাপী অবস্থান কর্মসূচি।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর