জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, “আজকে বাংলাদেশে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তা দীর্ঘ সংগ্রামের ফল। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ—এইসব মিলিয়ে মানুষের প্রত্যাশাও বেড়েছে।”
বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে আলোচনার আগে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রত্যাশা হলো ফ্যাসিবাদী উত্থান যেন না ঘটে। এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যেখানে সকলের সমান অধিকার থাকবে, নাগরিক অধিকার সুনিশ্চিত হবে, ভিন্নমতকে সহ্য করার পাশাপাশি শ্রদ্ধা করাও শিখতে হবে।’
আলী রীয়াজ আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে বিভিন্ন সংস্কার কমিশনের পাঠানো প্রতিবেদনের সুপারিশের মধ্য দিয়ে যেন ঐকমত্য তৈরি হয়। এতে করে আগামীর রাজনীতির পথরেখা নির্ধারণ করা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের কাজ একটি জাতীয় সনদের মাধ্যমে প্রতিফলিত হোক, যাতে প্রতিটি রাজনৈতিক দল সেই উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে।’
সূত্র: নিউজ টোয়েন্টিফোর