জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবীবা বলেছেন, আওয়ামী দুঃশাসনের সময়ে মিছিলের সামনে থেকে নারীরা যেভাবে ঢাল হিসেবে নেতা-কর্মীদের সুরক্ষা দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সেভাবেই ৩১ দফার মাধ্যমে নারীদের মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে পদক্ষেপ নেবে।
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ভোট দিলে এনসিপি হারিয়ে যাবে। আর আরেকটি দল দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে বলে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, তারা নিজেরা লুটপাট করে বিএনপিকে দোষ দিচ্ছে। তারা বলে তারাই দেশ স্বাধীন করেছে নতুন করে। তাহলে কি বিএনপি ঘোড়ার ঘাস কেটেছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে মানুষকে আর এসব ভুল বুঝায়েন না।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর