সর্বশেষ
বছরে রোনালদো পান সাড়ে তিন হাজার কোটি, উপার্জন কমেছে মেসির
কোন কানে ফোনে কথা বলা উচিত, যা বলছেন গবেষকরা
ট্রাম্পকে কটুক্তি করে কটাক্ষের মুখে কঙ্গনা
কফিলদের শিকারের তালিকায় সান্ডা ছাড়াও রয়েছে ‘হুবারা বাস্টার্ড’
রায়ে খুশি হতে পারেননি শিশুটির মা
দূষণ কমেছে ঢাকার বাতাসে, বৈশ্বিক তালিকায় ১৭তম
রায় পর্যালোচনা করে খালাস পাওয়াদের বিরুদ্ধে আপিল: বিশেষ প্রসিকিউটর
নগর ভবনের সামনে আজও বিক্ষোভ
সমালোচনা থেকেই সবচেয়ে বেশি শিখেছি: তামান্না
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ও সতর্কবার্তা
ভারতে আশ্রয় নেওয়া নিষিদ্ধ আ. লীগ নেতাদের কপালে দুশ্চিন্তার ভাজ
কত দিন পরপর ফেসিয়াল করবেন
পাটশাক কেন এত উপকারী

স্লিভলেস ব্লাউজে নজরকাড়া তারকারা

বিনোদন ডেস্ক

শাড়ির ফ্যাশনে এখন ব্লাউজের আছে আলাদা কদর। পুরো লুকটিকেই বদলে দিতে পারে এই স্টেটমেন্ট পিস। ঠিক এমনই নজরকাড়া, বৈচিত্র্যময় ডিজাইনের স্লিভলেস বা হাতাকাটা ব্লাউজকে ফোকাসে রেখে শাড়ির সাজে নিজেকে সাজাচ্ছেন এখনকার ফ্যাশনিস্তা তারকারা। তারকাদের ইনস্টাগ্রাম থেকে পাওয়া তাঁদের নজরকাড়া স্লিভলেস ব্লাউজের লুকগুলো এবারে দেখে নেওয়া যাক।

সাধারণ সুতি শাড়িও অসাধারণ হয়ে ওঠে, যখন ব্লাউজটি হয় নজরকাড়া। অভিনেত্রী মিম এখানে পরেছেন কুরুশকাঁটার সাদা হলটার নেক ব্লাউজ বা টপ। ব্লাউজের নিচের অংশে রঙিন বিডসের কারুকাজও বেশ সুন্দর।

সাদা জমিনের ওপর ল্যাভেন্ডার রঙের সিকুইন সজ্জিত হলটার নেক ব্লাউজ আর ফ্লোরাল শাড়িতে টয়াকে বেশ সুন্দর লাগছে।

সিকুইন আর পার্ল দেওয়া স্লিভলেস ব্লাউজটি রুনা খানের শিয়ার ফেব্রিকের শাড়ির লুকটিকে করেছে অনন্য।

অলিভ গ্রিন হলটার নেক ব্লাউজের নেকে বসানো ছোট ছোট ডলার। এর সঙ্গে সুন্দর একটা জামদানিতে জয়া বেশ ফুরফুরে আমজে ধরা দিয়েছেন ক্যামেরায়।

সাদা ফ্লোরাল শাড়ির সঙ্গে অভিনেত্রী মিম পরেছেন একরঙা সাদা হলটার ডিপনেক ব্লাউজ।

লাল জামদানির আবেদন চিরন্তন। অভিনেত্রী ভাবনা এই শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে লাল স্লিভলেস ব্লাউজ বেছে নিয়েছেন। ব্লাউজের ব্যাকে রয়েছে বাঁধুনি একই ফেব্রিকের।

সবুজ ফ্লোরাল শাড়ির সঙ্গে একই রঙের স্লিভলেস ব্লাউজ বেছে নিয়েছেন মিম। ব্লাউজটি মনোক্রম হলেও নজর কেড়েছে এর জমিনে থাকা স্ট্রাইপ প্যাটার্নের সিকুইনের কাজ।

বহুরঙা শাড়ির সঙ্গে আরামদায়ক ফেব্রিকের মনোক্রোম সাদা স্লিভলেস ব্লাউজে সুনেরাহ বিনতে কামালের পুরো লুক পেয়েছে অন্য মাত্রা

বোটনেক স্টাইলের সাবেকি ঘরানার অফ হোয়াইট ব্লাউজটি সাদামাটা হলেও সোনালি কারুকাজ করা অফ হোয়াইট শাড়ির সাজে পূর্ণতা দিয়েছে তা সাফা কবিরের লুকে।

ছবি: তারকাদের ইন্সটাগ্রাম

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ