সর্বশেষ
বছরে রোনালদো পান সাড়ে তিন হাজার কোটি, উপার্জন কমেছে মেসির
কোন কানে ফোনে কথা বলা উচিত, যা বলছেন গবেষকরা
ট্রাম্পকে কটুক্তি করে কটাক্ষের মুখে কঙ্গনা
কফিলদের শিকারের তালিকায় সান্ডা ছাড়াও রয়েছে ‘হুবারা বাস্টার্ড’
রায়ে খুশি হতে পারেননি শিশুটির মা
দূষণ কমেছে ঢাকার বাতাসে, বৈশ্বিক তালিকায় ১৭তম
রায় পর্যালোচনা করে খালাস পাওয়াদের বিরুদ্ধে আপিল: বিশেষ প্রসিকিউটর
নগর ভবনের সামনে আজও বিক্ষোভ
সমালোচনা থেকেই সবচেয়ে বেশি শিখেছি: তামান্না
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ও সতর্কবার্তা
ভারতে আশ্রয় নেওয়া নিষিদ্ধ আ. লীগ নেতাদের কপালে দুশ্চিন্তার ভাজ
কত দিন পরপর ফেসিয়াল করবেন
পাটশাক কেন এত উপকারী

সমালোচনা থেকেই সবচেয়ে বেশি শিখেছি: তামান্না

বিনোদন ডেস্ক

দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। সিনেমায় গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পাশাপাশি আইটেম গানে নেচে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর তাকে নিয়ে আলোচনা কম হয়নি। তবে অভিনয়জীবনে শুধু প্রশংসাই নয়, অনেক সময় সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন, গঠনমূলক সমালোচনা তাকে শিল্পী হিসেবে আরও সমৃদ্ধ করেছে।

তার ভাষায়, ‘আমার অভিনয়জীবনে গঠনমূলক সমালোচনা থেকেই সবচেয়ে বেশি শিখেছি। কখনো মনে হয়নি, এসব অর্থহীন। কোনটা গঠনমূলক আর কোনটা নিছক ট্রল, তা বোঝার ক্ষমতা তৈরি হয়েছে আমার। আর গঠনমূলক সমালোচনাকে সব সময় স্বাগত জানিয়েছি।’

ব্যক্তিগত জীবন ঘিরে নেতিবাচক চর্চা কীভাবে সামলান? এই প্রশ্নে তামান্না বলেন, ‘এসবের সঙ্গে আমি কখনো তাল মেলাই না। আমি জানি, অন্যের মত বদলাতে পারব না। আমার কাজ আর চরিত্র বাছাইয়ের মধ্য দিয়েই আমি নিজের অবস্থান তুলে ধরতে চাই।’

পুরো ভারতে সমাদৃত হওয়া ‘বাহুবলী’ ছবির অন্যতম প্রধান চরিত্রে ছিলেন তামান্না। এই ছবির মধ্যমেই শুরু হয় ‘প্যান ইন্ডিয়া’ ছবির ধারায় উত্তরণ।

অভিনেত্রী বলেন, ‘আমাদের দেশে গল্পের প্রাচুর্য রয়েছে, কারণ এ দেশ বৈচিত্র্যে ভরা। এখন আমরা আর ভাষা বা অঞ্চলভিত্তিক চলচ্চিত্র বলি না। সবকিছুকে “ভারতীয় চলচ্চিত্র” বলেই দেখি। ভাষা বা সংস্কৃতির পার্থক্য থাকলেও আমরা একই দেশের মানুষ। শিল্পী হিসেবে প্যান ইন্ডিয়া ছবিতে অবদান রাখাটা আনন্দের। এই বৈচিত্র্যই আমাদের শক্তি হওয়া উচিত।’

 

সূত্র: নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ