বিশ্বজুড়ে দূষণের তালিকায় দীর্ঘদিন ধরেই উপরের দিকেই অবস্থান ছিল রাজধানী ঢাকার। তবে আজকের দিনটিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নগরবাসী। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আজ শনিবার ঢাকার বাতাস রয়েছে সহনীয় অবস্থানে। একইসাথে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭তম।
শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা একিউআই’র তথ্যমতে, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ছিল ৮৯। যা মাঝারি বা সহনীয় মানের আওতায় পড়ে। অন্যদিকে দূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার একিউআই স্কোর ছিল ১৯৮, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। এরপর রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ১৫৬। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে মিশরের কায়রো এবং চীনের চেংডু—উভয় শহরের একিউআই স্কোর ১৫৪। এ ছাড়া পঞ্চম অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যার স্কোর ১৪৯, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।
একিউআই’র-এর মানদণ্ড অনুসারে, যদি একিউআই স্কোর ৫০-এর নিচে থাকে তবে তা ভালো মানের বাতাস হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা সহনীয়; ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর; ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে সাধারণভাবে অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ২০০ পেরুলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০ ছাড়ালে তা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, দূষণ কমলেও এখনই ঢাকার পরিবেশকে নিরাপদ বলা যায় না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিল্প এলাকায় নিয়ন্ত্রণ, যানবাহন ও নির্মাণকাজে নির্গমন হ্রাস করতে না পারলে বায়ুর মান আবারও দ্রুত খারাপ হয়ে পড়বে।