খুলনায় বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে তরুণদের ঢল নেমেছে।
আজ শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন- ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সমাবেশ কেন্দ্র করে বেলা ১১টার পর থেকে খুলনা ও বরিশাল বিভাগের নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন। সমাবেশ শুরুর আগে মাঠ কানায় কানায় ভরে যায়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে আশপাশের সড়ক।
তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর