সর্বশেষ
হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ২৫ মে
বিড়ি-সিগারেট নিয়ে বাংলাদেশিদের মালদ্বীপ না যাওয়ার নির্দেশ
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবার ব্লকেড কর্মসূচি
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াতের প্রার্থী আতাউর
এবার পাকিস্তানের সাবেক মন্ত্রী শেরি রেহমানের এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত
চিন্ময় দাসকে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
নাকের সৌন্দর্য রাইনোপ্লাস্টি, কারা করাতে পারেন এই ট্রিটমেন্ট?
এনইসি বেঠকে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
নিউক্যাসল থেকে মোহামেডান: ২০২৫ যেন ফুটবলে ‘আন্ডারডগ’দের বছর
সুরক্ষায় নেই ‘ডিজাস্টার রিকভারি সিস্টেম’, ঝুঁকির মুখে ইসির বিশাল তথ্যভান্ডার
চন্দ্রঘোনা-রাইখালী রুটে ফেরি চলাচল শুরু
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর
‘বিদেশি নাগরিকত্ব’ ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন খলিলুর রহমান
ত্বকের ধরন জানা কতটা জরুরি, ধরন অনুযায়ী যত্ন কেমন হওয়া উচিত
পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত হরিয়ানার জ্যোতি

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

অনলাইন ডেস্ক

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ বোনাস (উৎসব ভাতা) বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আগামী ঈদুল আজহায় তারা নতুন বোনাস পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিলের গত (১৪ মে) সই করা চিঠিতে এ সম্মতির কথা জানানো হয়। চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের কাছে পাঠানো হয়েছে।

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ হারে বোনাস পেতেন। কর্মচারীরা পেতেন ৫০ শতাংশ হারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক-কর্মচারীরা উভয়েই মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২১ এপ্রিল আধাসরকারি পত্র অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের নিমিত্ত ২২৯ কোটি টাকা পুনঃউপযোজনে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।

শর্তে বলা হয়েছে, এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সকল আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ অর্থ সংশ্লিষ্ট কোডে সমন্বয় করে চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে।

যে কোডসমূহ হতে পুনঃউপযোজন করা হয়েছে সে কোডসমূহে পরবর্তীতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না এবং প্রশাসনিক বিভাগ কর্তৃক জারিকৃত সরকারি আদেশের দুটি কপি প্রয়োজনীয় কার্যক্রমের জন্য অর্থ বিভাগে পাঠাতে হবে।

 

সূত্র: নিউজ টোয়েন্টিফোর

শিক্ষা ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ