পাঁচ দিন বন্ধ থাকার পর রোববার (১৮ মে) ভোর ৬টা থেকে পুনরায় চালু হয়েছে রাঙ্গামাটির চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল। কর্ণফুলী নদীতে নাব্যতা সংকট কাটিয়ে ফেরি চলাচল স্বাভাবিক করতে ড্রেজিং ও সংযোগ সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করে ফেরি চলাচলের পথ উন্মুক্ত করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে গত মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। টানা ড্রেজিং ও জরুরি সংস্কারকাজ শেষ করেই আজ থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
সওজ রাঙ্গামাটির উপবিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেন চাকমা জানান, শুষ্ক মৌসুমে কর্ণফুলী নদীতে পানিপ্রবাহ কমে যাওয়ায় ফেরি ও পল্টুন প্রায়শই চরে আটকে যেত। ফলে যানবাহন ও যাত্রী পারাপারে বাধা সৃষ্টি হচ্ছিল। নদীর নাব্যতা ফিরিয়ে আনতেই ড্রেজিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এতে কিছুদিনের জন্য ফেরি চলাচল বন্ধ রাখতে হয়।
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট ও চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা ফেরিঘাটের মধ্য দিয়ে কর্ণফুলী নদী অতিক্রম করে প্রতিদিন বহু যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল করে। এই ফেরি রুটটি পার্বত্য ও সমতল এলাকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে।