সর্বশেষ
‘প্রতিভা আর অদম্য মনোবল ছাড়া পেছনে কেউ ছিল না’
সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ ঢাবি ছাত্রদলের
হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ২৫ মে
বিড়ি-সিগারেট নিয়ে বাংলাদেশিদের মালদ্বীপ না যাওয়ার নির্দেশ
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবার ব্লকেড কর্মসূচি
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াতের প্রার্থী আতাউর
এবার পাকিস্তানের সাবেক মন্ত্রী শেরি রেহমানের এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত
চিন্ময় দাসকে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
নাকের সৌন্দর্য রাইনোপ্লাস্টি, কারা করাতে পারেন এই ট্রিটমেন্ট?
এনইসি বেঠকে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
নিউক্যাসল থেকে মোহামেডান: ২০২৫ যেন ফুটবলে ‘আন্ডারডগ’দের বছর
সুরক্ষায় নেই ‘ডিজাস্টার রিকভারি সিস্টেম’, ঝুঁকির মুখে ইসির বিশাল তথ্যভান্ডার
চন্দ্রঘোনা-রাইখালী রুটে ফেরি চলাচল শুরু
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর
‘বিদেশি নাগরিকত্ব’ ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন খলিলুর রহমান

‘প্রতিভা আর অদম্য মনোবল ছাড়া পেছনে কেউ ছিল না’

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী হুমা কোরেশি একজন অভিনেত্রী ও মডেল। যিনি মূলত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি তিনটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

এরপরও সমালোচকরা বলেন, বলিউডের বাইরে থেকে এসে নিজেদের জায়গা করে নেওয়া সহজ নয়। আর বহিরাগত যদি হন নারী, তাহলে পথটা আরও কঠিন। তবে সেই কঠিন পথ পাড়ি দিয়েই আজ বলিউডে নিজের অবস্থান গড়ে তুলেছেন অভিনেত্রী হুমা কোরেশি। তারকা সন্তান নন, বলিউডে পেছনে কেউ ছিল না, ছিল কেবল প্রতিভা আর অদম্য মনোবল।

সম্প্রতি এক অনুষ্ঠানে অকপটে তার পথচলার কথা বলেন অভিনেত্রী হুমা কোরেশি। জানালেন কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে এগোতে হয়েছে। তিনি বলেন, ইন্ডাস্ট্রির বাইরের একজন নারী হিসেবে আমার বলিউড যাত্রা মোটেই সহজ ছিল না। আজও এমন অনেক চরিত্র আছে, যেগুলো আমি নিখুঁতভাবে করতে পারি, তবু আমাকে ডাকা হয় না। কিন্তু আমি কি বসে কাঁদব? সুযোগ না পাওয়ার জন্য হাহুতাশ করব? মোটেও না— আমি নিজের শর্তেই কাজ করছি এবং তা চালিয়ে যাব।

২০০৮ সালে অভিনেত্রী মুম্বাইয়ে ‘জংশন’ নামে একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন, যা কখনই তৈরি হয়নি। তিনি বলেন, আমি কখনো মুম্বাইতে আসার কিংবা অভিনেত্রী হওয়ার কথা ভাবিনি। কিন্তু আমার বন্ধু যখন এ অভিনয়ে সুযোগ পাওয়ার জন্য ‘জংশন’ নামে একটি চলচ্চিত্রের অডিশনে আমাকে ডেকেছিল, এটি আমাকে চিন্তিত করে। দুঃখজনকভাবে, চলচ্চিত্রটি কখনোই তৈরি হয়নি।

কোরেশি টেলিভিশন বিজ্ঞাপনে হাজির হওয়ার জন্য হিন্দুস্তান ইউনিলিভারের সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেন। তিনি স্যামসাং মোবাইল (আমির খান), নেরোলাক (শাহরুখ খান), ভিটা মেরি, সাইফুলা অয়েল, মেডমার ক্রিম ও পেয়ারস সোপসহ বিভিন্ন ধরনের পণ্যের প্রচার করেন। একটি স্যামসাং মোবাইলে বাণিজ্যিক দৃশ্যধারনের সময় পরিচালক অনুরাগ কাশ্যপ তার অভিনয় ক্ষমতা দেখে অভিভূত হন এবং একটি চলচ্চিত্রে তাকে অভিনয় করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। অভিনেত্রী বলেন, আমি তাকে বিশ্বাস করিনি। আপনি এই শিল্পের অনেক গল্প শুনতে পান, তাই আমি বিচলিত আত্মার সঙ্গে অপেক্ষা করছিলাম না। কাশ্যপ তার প্রতিশ্রুতি রাখেন, যদিও তার সঙ্গে তার কোম্পানি অনুরাগ কাশ্যপ ফিল্মস তিনটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেন হুমা কোরেশি।

হুমা বলেন, বলিউডে এখনো নারীদের নিয়ে একরকমের ছকে বাঁধা মানসিকতা কাজ করে। তিনি বলেন, ‘মহারানী’ আর ‘তরলা’র মতো সফল কাজের পর এক কাস্টিং ডিরেক্টর আমাকে ফোন করে বলেছিলেন— তুমি এত সুন্দর, তুমি কেন এমন চরিত্রে অভিনয় কর, যেখানে নিজেকে বয়সি দেখাও?

অভিনেত্রী বলেন, পরিচালকরা নাকি তরুণী চরিত্রে আমাকে কাস্ট করতে চান। কিন্তু আমি পর্দায় বয়সের ভার নিয়ে চরিত্র করায় নাকি পিছিয়ে যাচ্ছি। কী বিচিত্র মানসিকতা। মেয়েদের নিয়েই কেন এই চাপ—যেন তারা নিজেদের চেয়ে ১০ বছর ছোট দেখাবেন পর্দায়।

নিজের অভিজ্ঞতা থেকে হুমা আরও বলেন, গাছগাছালির পাশে দাঁড়িয়ে নাচের দৃশ্যে কাজ করেছি অনেক। কিন্তু এখন আর সেই পথে হাঁটতে চাই না। ভালো চিত্রনাট্য পেলে আমার বয়সের চেয়ে বড় চরিত্রে অভিনয় করতেও রাজি। তাতে ভয় নেই। সাহস আর আত্মবিশ্বাসের এমন নজির বলিউডে খুব বেশি দেখা যায় না। হুমা কোরেশি আজ সেই বিরল উদাহরণগুলোর একটি।

হুমা কোরেশি বলেন, ‘শোনেন, আমার সামনে দুটি রাস্তা খোলা ছিল—একটা হলো সৌন্দর্য বাড়াতে একের পর এক কসমেটিক সার্জারি করা, আর পরিচালকের কলের অপেক্ষায় থাকা। আরেকটি হলো— ভালো চিত্রনাট্য হাতে নিয়ে সাহসী চরিত্রে কাজ করে যাওয়া। আমি দ্বিতীয় পথটাই বেছে নিয়েছি।

প্রসঙ্গত, হুমা কোরেশি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। প্রথমে তিনি থিয়েটার অভিনেত্রী ও মডেল হিসেবে কাজ করেন। বিভিন্ন নাটকের প্রযোজনার কাজ করার পর, তিনি মুম্বাইতে চলে যান এবং টেলিভিশন বিজ্ঞাপনে উপস্থিত হওয়ার জন্য হিন্দুস্তান ইউনিলিভারের সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেন। স্যামসাং মোবাইলের বাণিজ্যিক বিজ্ঞাপনে দৃশ্যধারণের সময় অনুরাগ কাশ্যব তার অভিনয় ক্ষমতা লক্ষ্য করেন এবং অনুরাগ তার সংস্থার সঙ্গে তিনটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষরিত করান।

উল্লেখ্য, হুমা কোরেশিকে খুব শিগগির দর্শকরা দেখতে পাবেন ‘জলি এলএলবি ৩’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকবেন খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি। পাশাপাশি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহারানী’র চতুর্থ কিস্তিতেও অভিনয় করবেন তিনি।

 

সূত্র: যুগান্তর

বিনোদন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ