দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সৌন্দর্য নিয়ে নতুন করে কিছুই বলার নেই। অত্যন্ত মেধাবী এই অভিনয়শিল্পী নানা ধরনের চরিত্রে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। আর সেই সঙ্গে তাঁর রূপেও মজে থাকেন সবাই।
সম্প্রতি এই সুন্দরী দেখা দিয়েছেন সবুজের গ্ল্যাম লুকে।
শিমারি সবুজ ফুলস্লিভ গাউন পরেছেন মেহজাবীন
বডিকন এই আউটফিটের অন্যতম আকর্ষণ এর স্টাইলিশ মক নেক
শিমারি গাউনে খেলা করছে গাঢ় আর কালচে সবুজের ডুয়েল টোন
এই আউটফিটের সঙ্গে নিজেকে সাজাতে অভিনেত্রী ভরসা করেছেন জাহিদ খান ব্রাইডাল মেকওভারে। সেখান থেকেই সফট গ্ল্যাম মেকআপে সেজেছেন মেহজাবীন
আকর্ষণ কাড়ছে গাউনের সঙ্গে করা এই স্টাইলিশ বান হেয়ারস্টাইলটিও
পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে মিনিমাল জুয়েলারিতে সেজেছেন এই ডিভা। কানে শোভা পাচ্ছে পাথরের স্টেটমেন্ট দুল আর হাতের অনামিকায় আংটি
প্রিয় অভিনেত্রীর মতো এমন পার্টি আমেজের লুক বেছে নিতে পারেন আপনিও
সম্প্রতি হওয়া একটি অ্যাওয়ার্ড শোতে এই গ্ল্যামারাস সাজপোশাকে ফ্রেমবন্দী হয়েছেন মেহজাবীন