বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ করার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে চিঠিতে ‘কর্মচারী’ শব্দ উল্লেখ করা হয়নি। বিষয়টি সমাধানে রুদ্ধদ্বার বৈঠক করেছে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়।
সেখানে সিদ্ধান্ত হয়েছে যে, জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত বর্ধিত ভাতার প্রজ্ঞাপন জারি করা হবে না। ফলে আসন্ন ঈদুল আজহার আগে বোনাস বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাজেট-১) মোহাম্মদ ফারুক-উজ-জামান বলেন, প্রজ্ঞাপনের বিষয়ে কিছু জানি না। কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হবে কি না, সেটি সরকারের সিদ্ধান্তের বিষয়। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারী উভয়ের ক্ষেত্রেই উৎসব ভাতা ২৫ শতাংশ করে বৃদ্ধির বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তাদের জানিয়েছে। বিষয়টি নিয়ে সোমবার (১৯ মে) অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা। তবে কোনো সমাধান আসেনি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত কর্মচারীদের বোনাস আগেই ৫০ শতাংশ ছিল। ফলে তাদেরও ২৫ শতাংশ বাড়িয়ে ৭৫ শতাংশ করার বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
কর্মচারীরা বর্ধিত উৎসব ভাতা পাবেন কি না, সেটি নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপর। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত বর্ধিত উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা হবে না। সে ক্ষেত্রে আসন্ন ঈদুল আজহায় শিক্ষকরাও বাড়তি বোনাস থেকে বঞ্চিত হতে পারেন।
জানা গেছে, গত ২১ এপ্রিল শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠায় মাউশি। সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত প্রস্তাব সংক্রান্ত চিঠিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আযহার উৎসব ভাতা বৃদ্ধিকরণের লক্ষ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ ও বেসরকারি মহাবিদ্যালয়সমূহের ভাতাদি বাবদ সহায়তা থেকে ২২৯ কোটি টাকা পুনঃ উপযোজন করা প্রয়োজন।
পরবর্তীতে মাউশির এ চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয় থেকে ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতি দিয়ে গত ১৪ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক উচ্চ ও শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত পরিচালন বাজেট থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ভাতাদি বাবদ সহায়তা দেওয়ার নিমিত্ত ২২৯ কোটি টাকা পুনঃউপযোজনে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর