সর্বশেষ
জামিন পেলেন নুসরাত ফারিয়া
‘শেখ সাহেব তারবার্তা পাঠিয়েছিলেন’ এই দাবি সম্পূর্ণ মিথ্যা: ব্রিগেডিয়ার আযমী
বাণিজ্য উত্তেজনার মধ্যেই টেসলা সাইবারক্যাব তৈরিতে চীনা পার্টস আমদানি
দ্রুত চুল গজানো ও বৃদ্ধির ৮ কার্যকর উপায়
প্রেশার নিয়ন্ত্রণে আনুন, নিয়মিত নিজের প্রেশার নিজেই মাপুন!
খাদ্যে পটাশিয়াম কেন জরুরি
সম্পর্কে যেসব কথা জানা খুবই জরুরি
নারীদের পিএমএস কেন হয়, কী করণীয়?
আকর্ষণীয় লাউঞ্জওয়্যারে তমা মির্জা
নতুন যে ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ
আপনার ত্বকের সমস্যার সমাধান করতে পারে মসুর ডাল
শিক্ষকদের ঈদ বোনাস বাড়ানোর প্রজ্ঞাপন জারি নিয়ে ‘জটিলতা’
নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস
উর্দুভাষীদের অবজ্ঞা করে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব না: আনু মুহাম্মদ
ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

আকর্ষণীয় লাউঞ্জওয়্যারে তমা মির্জা

অনলাইন ডেস্ক

অবকাশযাপনে আকর্ষণীয় লাউঞ্জওয়্যারে দেশের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাকে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নেওয়া বিভিন্ন ছবিতে।

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জার মাদকতাময় মুখশ্রী আর ধারালো ফিগারে এমনিতেই মজে থাকেন ভক্তরা। তাঁকে চরিত্রের প্রয়োজনে প্রায়ই বিভিন্ন নন গ্ল্যামারাস লুকে দেখা যায়। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তমা প্রায়ই নানা সাজপোশাকের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সেখানে বরং বেশ ফ্যাশনিস্তা আর গ্ল্যামারগার্ল ইমেজ দেখা যায় তমার। এদিকে চরিত্র ডিমান্ড করলে আর কোনো বিশেষ অনুষ্ঠানে গেলে তমার মেকওভারও চোখে পড়ার মতো হয়; কিন্তু বাকি সময় তিনি একেবারে মেকআপবিহীন থাকেন।

আর ইনস্টাগ্রাম ও ফেসবুকে বেশ সক্রিয় তমা মির্জা প্রায়ই এসব ছবিও দেন ভক্তদের জন্য। আবার এদিকে ভক্তরাও মুখিয়ে থাকেন তারকাদের সব কিছু জানতে। এমনকি অবকাশযাপনের খবরেও তাদের প্রবল আগ্রহ। তমা মির্জা অবশ্য তাঁদের হতাশ করেন না।

অবকাশকালীন সময়ে দুর্দান্ত আকর্ষণীয় লাউঞ্জ ওয়্যারে তাঁর থেকে চোখ ফেরানো দায়।

এক জায়গায় বেগুনি ও সবুজ চেকারবোর্ড প্যাটার্নের মনোকিনিতে দেখা যাচ্ছে তমাকে সুইমিংপুলে। একই পোশাকে দিনে তোলা সাহসী ছবিতে রাখঢাক নেই কোনো।

পুলসাইডে সিঁড়িতে বসেছেন নীল গভীর নেকলাইনের আরেকটি মনোকিনিতে। ওপরে চিকনকারি করা সাদা ওভারসাইজ শার্টের লেয়ার।

কালো বিকিনির ওপরে ফিরোজা-গোলাপি শার্ট পরে পুলেই মজা করছেন তমা।

ছবি: তমা মির্জার ইন্সটাগ্রাম

তমা মির্জা

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ