সর্বশেষ
প্রায় তিন ঘণ্টা পর ঢাকায় অবতরণ করল যুবাদের বহনকারী বিমান
১৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত
বাসায় পাসপোর্ট রেখেই পিএসএল খেলতে ছুটলেন মিরাজ
দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার
সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না: রিজভী
গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিলো বাসটি
দুদুর বক্তব্যের জবাবে যা বললেন সারজিস আলম
ঈদযাত্রায় কবে কোনদিনের টিকিট পাবেন জেনে নিন
পুতিন যুদ্ধ চালাতে আলোচনায় দেরি করছেন: জেলেনস্কি
কারা অধিদপ্তরে চাকরির সুযোগ
সরকারি কর্মকর্তাদের শাস্তিতে হচ্ছে নতুন বিধান, শৃঙ্খলা ভঙ্গে ২৫ দিনে বরখাস্ত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জনগণ আর কতদিন অপেক্ষা করবে, প্রশ্ন নজরুল ইসলামের
দিবালা-পারেদেসদের কোচ হবেন ক্লপ?
কলেজছাত্র হত্যায় ২ নারীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
শাহবাগ অবরোধ ছাত্রদলের, যান চলাচল বন্ধ

অর্থনীতিকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে বিজিএমইএ-বিজিবিএ

অনলাইন ডেস্ক

আরএমজি সেক্টর তথা দেশের অর্থনীতিকে এগিতে নিয়ে যেতে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ এবং তৈরি পোশাক ও বায়িং হাউস ব্যবসায়ীদের সংগঠন বিজিবিএ একসঙ্গে কাজ করবে। দুটি সংগঠনের প্রতিটি সদস্য যার যার সম্মান ও মর্যাদা নিয়ে ন্যায্যতার ভিত্তিতে ব্যবসা করবে।ব্যবসার ক্ষেত্রে একে অপরের সহায়ক হিসেবে ভূমিকা রাখবে। বিজিএমইএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ফোরাম জোট ও বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নেতারা এসব কথা বলেন।

 

বিজিএমইএর ২০২৬-২৭ মেয়াদী নির্বাচন উপলক্ষে ১৯ মে সোমবার রাতে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ফোরাম জোটের নেতারা। বিজিবিএর কার্যালয়ে এই মতবিনিময় সভায় বিজিবিএর নেতৃবৃন্দ এবং ফোরাম জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ফোরাম জোটের প্যানেল লিডার রাইজিং ফ্যাশনস লিমিটেডের সিইও মাহমুদ হাসান খান বাবু বলেন, বিজিএমইএ ও বিজিবিএ একসঙ্গে কাজ করবে, যার যার মর্যাদা নিয়ে কাজ করবে। এতে দুই সংগঠনের ব্যবসায়ীরা উপকৃত হবে, দেশ উপকৃত হবে। বাইং হাউস কত ব্যবসা করল সেটি আমাদের উদ্বেগের বিষয় হতে পারে না; আমরা আমাদের প্রাপ্য সিএম পেলেই হলো। সময়মতো প্রোডাক্ট ডেলিভারি পেলেই হলো।

তিনি বলেন, সবাই শুরুতে বাইং হাউস দিয়েই ব্যবসা শুরু করে। এরপর রফতানিকারক হয়। সুতরাং অতীতকে ভুলে গেলে চলবে না। আমরা পরস্পরকে সম্মান না দিতে পারলে এগোতে পারব না। 

মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএর অধীনে ৩০০০ ফ্যাক্টরি। সবাই সঠিক প্রক্রিয়া মেনে সৎভাবে ব্যবসা করছে বিষয়টি তেমন নয়। আবার বায়িং হাউসের সবাই যে, নীতি মেনে ব্যবসা করছে তাও নয়। যখন কোনো সমস্যা হবে তখন ন্যায্যতার ভিত্তিকে সমাধান করা হবে।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে ফোরাম জোট নির্বাচিত হলে বিজিএমইএ ও বিজিবিএর মধ্যে শক্ত সেতুবন্ধ তৈরি হবে। আপনাদের দাবি ও আকাঙক্ষাগুলো সবাই মিলে পূরণের চেষ্টা করব। প্যানেল লিডার তার প্যানেলের ৩৫ সদস্যকেই ভোট দিয়ে পাশ করানোর আহ্বান জানান।

বিজিবিএর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল বলেন, তৈরি পোশাক খাত এগিয়ে নিতে আমরা সবাই কাজ করছি। আমাদের জীবনের মূল্যবান সময়টুকু দিয়ে দিচ্ছি। এর বিনিময়ে বিজিএমইর কাছ থেকে আমরা টাকা-পয়সা চাই না। আমরা চাই বিজিবিএ সদস্যরা মর্যাদাটুকু পাক, যার যার সম্মান নিয়ে ব্যবসা করুক—এমন পরিবেশ নিশ্চিত করা হোক। বিজিএমইএর সঙ্গে বিজিবিএ যুগপৎভাবে কাজ করে আরএমজি সেক্টরকে এগিয়ে নিতে চায়।

তিনি বলেন, বিজিবিএর ১৬০০ সদস্য। তাদের অনেকেই বিজিএমইএর সদস্য। আগে আমাদের অবহেলা করা হতো। পলিসি মিটিংগুলোতে ডাকা হতো না। আমরা চাই বিজিবিএ সদস্যদের পলিসি মিটিংগুলোতে ডাকা হোক। আমাদের কাজ করার সুযোগ দেওয়া হোক।

মোফাজ্জল হোসেন বলেন, বিজিএমইএ ছাড়া আমাদের অস্তিত্ব নেই। আমাদেরও কিন্তু আপনাদের প্রয়োজন আছে।

বিজিবিএর ভাইস প্রেসিডেন্ট সাইফুর রহমান ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিজিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ পিন্টু, সেক্রেটারি জাকির হোসেন প্রমুখ।

ফোরাম জোটের পক্ষ থেকে বক্তৃতা করেন—সুরমা গার্মেন্টের ফয়সাল সামাদ, নেকসাম সোয়েটারের ড. রশিদ আহমেদ প্রমুখ।

 

উপস্থিত ছিলেন যমুনা ডেনিমস লিমিটেডের ডিরেক্টর সুমাইয়া ইসলাম, এটিএস অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, আদিবা অ্যাপারেলস পরিচালনা অংশীদার কাজী মিজানুর রহমান (পিন্টু), এমিটি ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিহাব উদ্দোজা চৌধুরী, অনন্ত গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান (বাবলু), এপিএস নিট কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান হাসিব উদ্দিন, বাংলা পোশাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল, কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, দেশ গার্মেন্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ভিদিয়া অমৃত খান, দুলাল ব্রাদার্স লিমিটেডের (ডিবিএল গ্রুপ) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম (ফিরোজ), ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেডের (ইভিন্স গ্রুপ) পরিচালক শাহ্ রাঈদ চৌধুরী, ফেব্রিকা নিট কম্পোজিট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মিজানুর রহমান, গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসনে কমার আলম, হান্নান ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবিএম সামছুদ্দিন, ইমপ্রেস-নিউটেক্স কম্পোজিট টেক্সটাইলস লিমিটেডের পরিচালক নাফিস উদ দৌলা, লাকী স্টার অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান, মাইশা ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়া, মাসকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কম্পোজিট নিট গার্মেন্টস) পরিচালক ফাহিমা আক্তার, মুন রেডিওয়্যারস লিমিটেডের (সেতারা গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক আসেফ কামাল পাশা, নেকসাস সোয়েটার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী, রুমানা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুমানা রশীদ, শাইনেস্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিহা আজিম, সফটেক্স কটন (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  রেজোয়ান সেলিম প্রমুখ।

নির্বাচনের তফসিল অনুযায়ী, ২০২৫-২০২৭ মেয়াদে বিজিএমইএর পরিচালনা পর্ষদ নির্বাচন হবে আগামী ৩১ মে। ৩৫টি পরিচালক পদে নির্বাচন হবে। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এক হাজার ৮০৬ জন গার্মেন্ট মালিক।

এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ফোরাম প্যানেল ও সম্মিলিত পরিষদ। ফোরাম প্যানেলও নির্বাচনে ৩৫টি পরিচালক পদে প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিজিএমইএ সভাপতি আব্দুল মান্নান কচি বিদেশে পালিয়ে যান। এরপর সমঝোতার ভিত্তিতে সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলামকে সভাপতি করা হয়। এতেও ফোরামের আপত্তি থাকায় পর্ষদ ভেঙে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে নিয়োগ দেয় সরকার।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ