গত মৌসুম শেষে কোচিং থেকে বিরতি নেন জার্মান ট্যাকটিশিয়ান ইয়ুর্গেন ক্লপ। এখন রেডবুলের হেড অব গ্লোবাল সকার হিসেবে কাজ করছেন তিনি। তবে এরই মধ্যে বেশ কয়েকটি ক্লাব এবং জাতীয় দলের সঙ্গে তার নাম জড়িয়েছে। কখনো তার ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন শোনা গেছে, তো কখনো আবার রিয়াল মাদ্রিদের ডাগআউটে তাকে দেখা যাবে বলে খবর চাউর হয়েছে।
তবে এখন পর্যন্ত এসব গুঞ্জনের কোনোটাই সত্যি হয়নি। তবে তাতে গুঞ্জনের স্রোতে ভাটা পড়েনি। এবার শোনা যাচ্ছে ইতালিয়ান ক্লাব এএস রোমার পরবর্তী কোচ হতে চলেছেন সাবেক এই লিভারপুল ম্যানেজার। খবরটি যেনতেন কোনো সূত্রের নয়, ইতালির অন্যতম প্রাচীন এবং বিখ্যাত সংবাদপত্র লা স্তাম্পা জানিয়েছে এই কথা। ক্লপ নাকি ইতোমধ্যেই রোমার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। গত ১৮ তারিখে এসি মিলানের বিপক্ষে ম্যাচের পরপরই এই আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় বলে জানিয়েছে তারা।
ক্লপের এজেন্ট মার্ক কসিস্কি অবশ্য এই খবরকে ‘অসত্য’ বলেই দাবি করেছেন। তার ভাষায়, রোমাকে কেন্দ্র করে ইয়ুর্গেন ক্লপ সম্পর্কে যা কিছু শোনা যাচ্ছে তার পুরোটাই ভুল।
তবে ইতালিয়ান গণমাধ্যম ক্লপের এজেন্টের মন্তব্যকে পাত্তা দিচ্ছে না। তারা মোটামুটি নিশ্চিত, রোমাই হতে যাচ্ছে ‘কোচ ক্লপের’ পরবর্তী গন্তব্য। এমনকি ক্লপকে নিয়ে রোমা বেশ বড়সড় এক প্রজেক্টে হাত দিচ্ছে বলেই জানাচ্ছে গণমাধ্যমগুলো।
তাদের তথ্য অনুযায়ী নতুন মৌসুমে ক্লাব ছয়জন নতুন খেলোয়াড় সাইন করতে চায়। ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার, উইঙ্গারসহ সব পজিশনেই দুর্দান্ত ভারসাম্য আনতে চায় রোমার মালিকপক্ষ।
ক্লাবটিতে এই মুহূর্তে অবস্থান করছেন আর্জেন্টিনার দুই বিশ্বকাপজয়ী মহাতারকা লিয়ান্দ্রো পারেদেস এবং পাউলো দিবালা। শেষ পর্যন্ত যদি গুঞ্জন সত্যি করে রোমার দায়িত্ব কাঁধে নেন ক্লপ, তাহলে সালাহ-মানেদের মতো পারেদেস-দিবালাকে নিয়েও ইতিহাস গড়তে পারেন তিনি।
সূত্র: যুগান্তর