গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহতের জের ধরে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, খুলনা থেকে বরিশাল গামী নয়ন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাতপাড় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। এর পিছনেই একটি মোটরসাইকেল গিয়ে থামে।
এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস দাঁড়িয়ে থাকা মোটর সাইকেলটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের দুই আরোহী সামনের গাড়ির সাথে ধাক্কা লাগে। ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জেলা শহরের পাওয়ার হাউজ রোডের বাসিন্দা রবি সরনকার (৫০) নামের একজন নিহত হয়।
আহত হয় মোটরসাইকেল চালক সঞ্জীব বিম্বাস (৫০) নামে আরও একজন। তার অবস্থা ও আশঙ্কাজনক। তাকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে খুলনা মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস-এর লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসের ড্রাইভার এবং হেল্পার পলাতক রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর রুহুল আমিন ঘটনাস্থলে পৌঁছান। সেখানকার অবস্থা পর্যবেক্ষন করেন। আগুন দেয়ার ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানান তিনি।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর