কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে এবার রেড কার্পেটে হাঁটলেন আর্জেন্টাইন ফুটবল তারকা পাওলো দিবালা ও তাঁর স্ত্রী ওরিয়ানা সাবাতিনি। সাবাতিনি পেশায় একজন মডেল, অভিনেত্রী ও গায়িকা। তাঁরা দুজন এসেছিলেন অল ব্ল্যাক লুকে। চলুন, দেখে আসি তাঁদের লুকের আদ্যোপান্ত।
পাওলো দিবালা ও তাঁর স্ত্রী ওরিয়ানা সাবাতিনি ফ্রেমবন্দী হয়েছেন ক্ল্যাসিক ‘অল ব্ল্যাক’ লুকে
‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ সিনেমার প্রিমিয়ারে এসে তাঁরা চমকে দিয়েছেন এই সাজপোশাকে
কালো পোশাকে তাঁদের স্টাইলিশ উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের
বহু তরুণী দিবালার হাসির জন্য পাগল। এ ছবিতে তাঁরা দুজনেই ফ্রেমে ধরা দিয়েছেন হাস্যোজ্জ্বল মুহূর্তে। দিবালার হাতে শোভা পাচ্ছে সুইস ব্র্যান্ড ‘চোপার্ড’-এর ঘড়ি
সাবাতিনির আবেদনময় এ লুক ফ্যাশনিস্তাদের নজর কেড়েছে। তাঁর পরনে স্কিনি ফিট কোরসেট স্ট্রেপলেস গাউন। সেজেছেন ডায়মন্ডের জুয়েলারিতে
ফরমাল এ লুকে দিবালাও পিছিয়ে নেই। তিনি বেছে নিয়েছেন সাদা শার্ট আর কালো স্যুট, টাই। সঙ্গী হয়েছে কালো অক্সফোর্ড শু
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে তাঁদের ফ্যাশনেবল উপস্থিতি ফ্যাশনপ্রেমীদের মন কেড়েছে