মুগ্ধতা ছড়াতে বিদ্যা সিনহা মিমের জুড়ি নেই। যেকোনো পোশাকেই তিনি বাজিমাত করেন। সম্প্রতি দুই ধরনের লাল-নীল ওয়েস্টার্ন আউটফিটে অভিনেত্রী ফ্রেমবন্দী হয়েছেন। দেখে নিই লুকগুলো।
নীল ড্রেসের লুক
এই পশ্চিমা সাজে অভিনেত্রীকে দেখা যাচ্ছে গাউন লুকে। প্রায় ফ্লোরটাচ নীল রঙের বডিকন গাউনে মিমকে লাগছে ‘মারমেইড গার্ল’-এর মতোই
বেগুনি, নীল, সিলভার সিকুইনের নিখুঁত কারুকাজে সাজানো এই পোশাকে মিম যেন আবেদন ছড়াচ্ছেন
তাঁর এই সাজে সব আকর্ষণ কাড়ছে হল্টারনেক গাউনের ব্যাকলেস ডিজাইনটি।
সোনালি-বাদামি চুলগুলো সফট কার্ল করা। মেকআপে প্রাধান্য পেয়েছে গোলাপি কালার প্যালেট।
সব মিলিয়ে এই পার্টি লুকে বেশ স্টাইলিশ লাগছে মিমকে।
লাল ড্রেসের লুক
স্প্যানিশ ফ্যাশন ব্র্যান্ড জারার স্টাইলিশ লাল ড্রেসে ফ্রেমবন্দী হয়েছেন মিম।
রাউন্ড নেকের এই মিডি ড্রেসের সামনের দিকে আছে সোনালি মক বাটন, গোল্ড অ্যাপ্লিকের ওয়েস্ট ব্যান্ড আর পকেট
তবে বিশেষ আবেদন কাড়ছে ড্রেসের ফ্রন্ট স্লিট ডিজাইন। এর সঙ্গে পায়ে সোনালি হাই হিল যেন স্টাইল বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ
ড্রেসের সঙ্গে অনুষঙ্গও হওয়া চাই ফ্যাশনেবল। তাই অভিনেত্রী বেছে নিয়েছেন ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ইভ সাঁ লরাঁর ক্লাচ। চোখে শোভা পাচ্ছে ওভাল শেপের সানগ্লাস
মিনিমাল গোল্ডেন জুয়েলারিতে সেজেছেন মিম। তাঁর সাজকে পূর্ণতা দিয়েছে ছেড়ে রাখা সফট কার্ল হেয়ারস্টাইল