সর্বশেষ
ব্যারিকেড ভেঙে ইসি ভবনের সামনে এনসিপি নেতাকর্মীরা
দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে ইশরাকের সমর্থকদের স্লোগান
সেনাবাহিনীকে নিয়ে ভুয়া তথ্যে সয়লাব, রয়েছে ভারতীয় গণমাধ্যমও
শিশু আছিয়া হত্যা মামলা: ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে
নোবেলের বিরুদ্ধে ১১ অভিযোগ
৬৪ জেলার ওপর দিয়ে ‘ধামাকা’ চলবে
বুকার জয় করে ইতিহাস গড়লেন কন্নড় লেখিকা বানু মুশতাক
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য বড় সুখবর
‘করিডর নিয়ে আমাদের সঙ্গে কারও কোনো কথা হয়নি, হবেও না’
বাংলাদেশ সিরিজের পাকিস্তান দলে নেই বাবর-রিজওয়ান
কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্যের প্রতি অনাস্থা শিক্ষক সমিতির  
গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে স্ত্রী জোহরার বই
এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
যশ-নুসারতের সম্পর্কে ভাঙন, ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে টালিউডে হৈচৈ
‘আজকের মধ্যেই ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে’

জাহানারা অস্ট্রেলিয়ায়, সুবিচার চান রুমানা

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুমানা আহমেদের ইংরেজিতে লেখা ৬৪ শব্দের একটি পোস্টে যুগপৎ রাগ-ক্ষোভ-হতাশার বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার সেই পোস্টে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই অলরাউন্ডার তিন বছর তাকে ব্রাত্য করে রাখার সুবিচার চেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাব্যক্তিদের (তার ভাষায় শ্রদ্ধেয় অভিভাবক) কাছে তিনি চান চূড়ান্ত বিহিত। রুমানা লিখেছেন, ‘আমি খেলি কিংবা না খেলি, এভাবে অনৈতিকতা ও নৈরাজ্য চলতে পারে না।’ কোনো কারণ ছাড়া তিন বছর তাকে দলের বাইরে রাখা নিছক কৌতুক নয়, এও লিখেছেন খুলনার এই ডান-হাতি অলরাউন্ডার। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত রুমানা বাংলাদেশের হয়ে শেষবার খেলেছেন গত বছর জুলাইয়ে শ্রীলংকায় টি ২০ এশিয়া কাপে।

‘আমার রেকর্ড বলে দেয় যে, আমি কখনো বাজে ক্রিকেট খেলিনি। কখনো কোনো অনৈতিক কাজও করিনি। দলের একজন সিনিয়র খেলোয়াড় হওয়া কখনো অভিশাপ হতে পারে না,’ তার বাক্যবিন্যাসে ক্ষোভ-হতাশা স্পষ্ট। সবশেষে রুমানা লিখেছেন, ‘যারা আমার উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে, আমি নিশ্চিতভাবে তার ন্যায়বিচার চাই।’

এ বিষয়ে রুমানা কাল যুগান্তরকে বলেন, ‘তিন বছর ধরে খুলনা ও ঢাকায় একা অনুশীলন করছি। বিসিবির ইনডোরে প্র্যাকটিসের সুযোগ পাই না। আমরা নারী ক্রিকেটাররা নিজেদের প্রমাণের সুযোগ পাই শুধু দুটি ঘরোয়া আসরে-জাতীয় লিগ ও প্রিমিয়ার লিগ। এই সীমিত সুযোগ সত্ত্বেও আমি লড়াই চালিয়ে যাচ্ছি একা। দুঃখ পাই যখন এত প্র্যাকটিস করেও সুযোগ পাই না।’ এই বিষয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘আসলে, ফেসবুকের পোস্ট নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না।’

এদিকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম অস্ট্রেলিয়া প্রবাসী হয়েছেন। ঘনিষ্ঠজনদের কাছে তিনি বলে গেছেন, তাকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি দেশ ছেড়েছেন। জাহানারা বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। বিসিবির একটি সূত্র জানায়, যাওয়ার সময় জাহানারা বলে গেছেন, তিনি মানসিক অবসাদে ভুগছেন। তিন-চার মাস পর ফিরবেন। কিন্তু ছয় মাস কেটে গেলেও তিনি ফেরেননি।

 

বাংলাদেশ ক্রিকেট | নারী ক্রিকেট

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ