সর্বশেষ
সেনাবাহিনীকে নিয়ে ভুয়া তথ্যে সয়লাব, রয়েছে ভারতীয় গণমাধ্যমও
শিশু আছিয়া হত্যা মামলা: ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে
নোবেলের বিরুদ্ধে ১১ অভিযোগ
৬৪ জেলার ওপর দিয়ে ‘ধামাকা’ চলবে
বুকার জয় করে ইতিহাস গড়লেন কন্নড় লেখিকা বানু মুশতাক
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য বড় সুখবর
‘করিডর নিয়ে আমাদের সঙ্গে কারও কোনো কথা হয়নি, হবেও না’
বাংলাদেশ সিরিজের পাকিস্তান দলে নেই বাবর-রিজওয়ান
কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্যের প্রতি অনাস্থা শিক্ষক সমিতির  
গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে স্ত্রী জোহরার বই
এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
যশ-নুসারতের সম্পর্কে ভাঙন, ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে টালিউডে হৈচৈ
‘আজকের মধ্যেই ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে’
বেগম পাড়ায় ৩ বাড়িসহ মায়া চৌধুরীর যত সম্পদ
পাকিস্তানে ফের হামলা, গুরুতর আহত লস্করের শীর্ষ নেতা হামজা

দ্রুত নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪১ সিনেটর-এমপির চিঠি

অনলাইন ডেস্ক

অবিলম্বে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জুলাই বিপ্লবের বিচার নিশ্চিত করা ও র‍্যাব বিলুপ্তির অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার ৪১ জন সিনেটর-এমপি।

বুধবার (২১ মে) পাঠানো চিঠিতে প্রথম দাবি হিসেবে তারা অবিলম্বে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা জানিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে বিগত তিনটি জাতীয় নির্বাচন যথাযথ গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতার অভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা বলেছেন, ‘গণতান্ত্রিক বৈধতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি নির্দিষ্ট সময়সীমা সংবলিত রোডম্যাপ জরুরি। এটি যেন অবিলম্বে এবং এই ক্যালেন্ডার বছরের মধ্যেই ঘোষণা করা হয়।’

তারা আরও বলেন, ‘সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারকে আইন ও প্রশাসনিক ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ করতে হবে।’

দ্বিতীয় দাবি হিসেবে তারা জুলাই বিপ্লবে নিহত ও আহতদের জন্য বিচার ও ক্ষতিপূরণের কথা উল্লেখ করেছেন। অস্ট্রেলিয়ান পার্লামেন্ট সদস্যরা বিপ্লবের শহীদ ও আহতদের উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তাদের ভাষায়, ‘ছাত্র ও সাধারণ জনগণের অসাধারণ সাহসিকতা আমাদের অনুপ্রাণিত করেছে, কিন্তু এই বিপ্লবের পেছনে রয়েছে ভয়াবহ রক্তাক্ত ইতিহাস।’

তারা জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ এবং রয়টার্সের তথ্য তুলে ধরে বলেন, ‘হাজার হাজার মানুষ নিহত ও লক্ষাধিক আহত হয়েছে, যাদের অধিকাংশই নির্যাতনের শিকার।’ তারা একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সত্য, ন্যায়বিচার ও ক্ষতিপূরণ প্রদানের জন্য আহ্বান জানান।

তৃতীয় দাবিতে তারা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির কথা বলেছেন। এতে তারা উল্লেখ করেন, র‍্যাবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘২০০৯ সাল থেকে এ পর্যন্ত র‍্যাব কর্তৃক ২,৬৯৯ জন মানুষ বিচারবহির্ভূতভাবে নিহত হয়েছে। র‍্যাব কার্যত একদল নিরঙ্কুশ ও দমনমূলক বাহিনীতে পরিণত হয়েছে।’

তারা বলেন, ‘যুক্তরাষ্ট্র ইতোমধ্যে র‍্যাব ও এর নেতৃত্বের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিও এই বাহিনী বিলুপ্তির দাবি তুলেছে।’ সংসদ সদস্যরা সরকারের প্রতি র‍্যাব বিলুপ্তি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচারের নিশ্চয়তা প্রদানের দাবি জানান।

চিঠিতে স্বাক্ষরকারী অস্ট্রেলিয়ান সাংসদদের তালিকা
এই খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রদেশের প্রভাবশালী ৪১ জন সিনেটর ও সংসদ সদস্য, তাদের মধ্যে রয়েছেন: সেনেটর লারিসা ওয়াটারস, সেনেটর ডেভিড শু-বরিজ, সেনেটর জর্ডন স্টিল-জন, সেনেটর ফাতিমা পেম্যান, এমপি এলিজাবেথ ওয়াটসন-ব্রাউন, এমপি মাইকেল বার্কম্যান, এমপি ড. রোসালি উডরাফ, এমপি টিম রিড, এমপি জেনি লিয়ং, এমপি ক্যাসি ও’কনর, এমএলসি সু হিগিনসন, এমএলএ শেন র‍্যাটেনবেরিসহ আরও অনেক গণতন্ত্রপন্থী রাজনীতিক।

চিঠির শেষাংশে উল্লেখ করা হয়, ‘যেকোনো বিলম্ব বা অস্পষ্টতা জনগণের মধ্যে হতাশা তৈরি করবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলবে।’

 

সূত্র: নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ