দেশের ৬৪ জেলার ওপর দিয়েই ঝড়, তীব্র বজ্রপাতের পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
তিনি বলেছেন, আজ রাতে তেঁতুলিয়া থেকে টেকনাফ এক্সপ্রেসের ধামাকা চলবে প্রায় ৬৪টি জেলার ওপর দিয়ে। তবে তিনি এও জানিয়েছেন, এ ‘ধামাকা’ থেকে পাঁচ থেকে ১০টি জেলা বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।
সবশেষ পূর্বাভাসে তিনি জানিয়েছে, আজ বুধবার (২১ মে) বিকেল ৬টার পর থেকে শুরু করে আগামীকাল সকাল ৬টার মধ্যে কমপক্ষে ৫০টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত প্রায় শতভাগ নিশ্চিত।
তিনি জানিয়েছেন, রংপুর বিভাগে বিকেল ৬টার পর থেকে শুরু করে রাত ১২ টার মধ্যে ঝড় আঘাত হানতে পারে। রাজশাহী বিভাগ হানতে পারে বিকেল ৬টার পর থেকে রাত ২টার মধ্যে। খুলনা বিভাগে সন্ধ্যা ৭টা থেকে শুরু করে রাত ৩টার মধ্যে।
ঢাকা বিভাগে রাত ৮টা থেকে ভোর ৫টার মধ্যে, ময়মনসিংহ বিভাগে রাত ৯টা থেকে ভোর ৫টার মধ্যে, সিলেট বিভাগে রাত ১০টা থেকে শুরু করে ভোর ৫টার মধ্যে, বরিশাল বিভাগে রাত ১০টা থেকে শুরু করে সকাল ৬টার মধ্যে এবং চট্টগ্রাম বিভাগে রাত ১২টা থেকে শুরু করে সকাল ৮টার মধ্যে।
তিনি আরও জানিয়েছেন, কালবৈশাখী ঝড়টি যে এঙ্গেলে বাংলাদেশে প্রবেশ করবে তাতে করে সম্ভাবনা রয়েছে সিলেট ও ময়মনিসংহ বিভাগের কোনো-কোনো জেলা বাদ পড়ে যেতে পারে।
আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ