বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু বিদেশি গণমাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
বুধবার (২১ মে) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত ২৪টি ভুয়া তথ্য প্রকাশ করা হয়। পোস্টে ২৪টি ‘ফেক কার্ড’ আকারে ভুয়া খবরের স্ক্রিনশট যুক্ত করা হয়। এতে দেখা যায়, পার্শ্ববর্তী দেশের কয়েকটি গণমাধ্যম এবং ইউটিউব চ্যানেল সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে বিভ্রান্তিকর ও মনগড়া খবর প্রকাশ করেছে।
ভারতের একটি গণমাধ্যম ‘আজ-তাক বাংলা’ শিরোনাম করেছে, ‘প্রাণ বাঁচাতে ভারতের কাছে আশ্রয় চাইছেন ওয়াকার! ভারত কী করবে?’ অন্য একটি সংবাদে বলা হয়েছে, ‘বাংলাদেশের বড় সেনাকর্তাকে সাজা, ওয়াকুর উজ্জামানকে ক্ষমতার প্ল্যান করেছিল?’
এছাড়া, ‘কলকাতা নিউজ’ নামের একটি ইউটিউব চ্যানেল ভিডিও শিরোনাম দিয়েছে, ‘ঢাকায় এবার সামরিক শাসন? কোন পথে ওয়াকার উজ জামান?’
দেশি-বিদেশি কয়েকজন ইউটিউবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শিরোনামে ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলে উল্লেখ করা হয়। তবে সেনাবাহিনী তাদের ফেসবুক পোস্টে এসব তথ্যকে ‘ভুয়া’ উল্লেখ করে শুধু ছবি প্রকাশ করেছে, বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর