গাইবান্ধার পলাশবাড়ীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানীকর খবর প্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) রাত ৯টায় গাইবান্ধার পলাশবাড়ীর একমাত্র অনলাইন নিউজ পোর্টাল খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম-এর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কাজী মো. জাহাঙ্গীর আলম তার লিখিত বক্তব্যে বলেন, গতকাল সোমবার নবজাতক উদ্ধারের ঘটনার পর হতেই একটি স্বার্থন্বেষী মহল আমার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও সম্মানহানিকর।
তিনি আরো বলেন, বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে আমার নাম জড়িয়ে নানা ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। নবজাতক শিশুটি বা তার মায়ের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক ছিল না এবং নাই। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানাই প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।
সংবাদ সম্মেলনে এসময় তার স্ত্রী নুরমহল শ্যামলী বেগম, কিশোরগাড়ী ইউপি’র ৬নং ওয়ার্ড সদস্য সামিউল ইসলাম, জ্যাঠাতো ভাই আশরাফুল ইসলাম, সাইদুর রহমান, ফুফাতো ভাই আশরাফুল ইসলাম ও ভাগ্নে শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।