সর্বশেষ
দাঁত মাজার পরও মুখে দুর্গন্ধ? সমাধানে জেনে নিন ঘরোয়া উপায়
শিক্ষকদের যে সতর্কবার্তা দিলো মন্ত্রণালয়
৬ দিনের রিমান্ডে মমতাজ
ঈদের আগে নতুন নকশায় আসছে তিন নোট, থাকছে অভ্যুত্থানের গ্রাফিতি
২১ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
পাওয়ার গ্রিডে বড় নিয়োগ
আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে
দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে
মোস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই
৭৫০ থেকে ১৫০০ শব্দের রচনা লিখে এক সপ্তাহ ইংল্যান্ড ঘুরে আসার সুযোগ
বৈঠকে রামাফোসার কাছে দক্ষিণ আফ্রিকায় ‘শ্বেতাঙ্গ গণহত্যার’ মিথ্যা অভিযোগ ট্রাম্পের
চল্লিশের পর বাড়ে প্রোস্টেট ক্যানসার ঝুঁকি, কী কী স্বাস্থ্য পরীক্ষা করে রাখা জরুরি
বাত কমাতে চান, জেনে নিন উপায়
গর্ভধারণে সমস্যা হতে পারে যেসব ভিটামিনের অভাবে
নায়িকা থেকে প্রযোজক হয়ে ফ্যাশন দুনিয়া মাতাচ্ছেন এই বলিউড সুন্দরী

পাওয়ার গ্রিডে বড় নিয়োগ

অনলাইন ডেস্ক

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র ৮ পদে নিয়োগে আবেদন চলছে। মোট ৯৯ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়নকাজে নিয়োজিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। পাওয়ার গ্রিড ৯৯ পদের বিপরীতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। আজ শেষ হচ্ছে  আবেদনের  সময়  ।

যারা সম্প্রতি শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি/অ্যাপিয়ার্ড (ফলাফল প্রত্যাশী) এরূপ প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই। বিদেশের ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি/সরকারের সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

পদের নাম ও বর্ণনা—

১. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট)

পদসংখ্যা: ২

বেতন গ্রেড: ৮

বেতন স্কেল: ৩৫,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

২. জুনিয়র হিসাব সহকারী

পদসংখ্যা: ২

বেতন গ্রেড: ১১,

বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য

অন্যান্য ভাতা/সুবিধাদি।

৩. জুনিয়র ব্যক্তিগত সচিব

পদসংখ্যা: ৬

বেতন গ্রেড: ১১

বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৪. জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী

পদসংখ্যা: ৪টি

বেতন গ্রেড: ১১

বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৫. জুনিয়র নিরাপত্তা পরিদর্শক

পদসংখ্যা: ৪টি

বেতন গ্রেড: ১১

বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৬. কেয়ারটেকার

পদসংখ্যা: ১টি

বেতন গ্রেড: ১৪

বেতন স্কেল: ১৫,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৭. স্টেশন অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ৩০টি

বেতন গ্রেড: ১৫

বেতন স্কেল: ১৪,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৮. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৫০টি

বেতন গ্রেড: ১৫

বেতন স্কেল: ১৪,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

আবেদনকারীদের প্রতি নির্দেশাবলি/শর্তাবলি—

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরমে নির্ধারিত স্থানে ছবি (300 x 300 pixel) ও স্বাক্ষর (300 x 80 pixel) স্ক্যান করে তা সংযোজন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট অথবা পাওয়ার গ্রিডের সাইট এ উল্লিখিত নির্ধারিত লিংকের মাধ্যমে ২৭/০৪/২০২৫ হতে ২২/০৫/২০২৫ তারিখের (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) মধ্যে প্রকাশিত ‘আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি’ অনুসরণ করে আবেদন করা যাবে।

আবেদন ফি—

১ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ২২৩/- (দুই শত তেইশ) টাকা, ২ থেকে ৫ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ১৬৮/- (এক শত আটষট্টি) টাকা এবং ৬ থেকে ৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। আবেদনের ফি (অনগ্রসর নাগরিক): ১ থেকে ৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। আবেদনের ক্ষেত্রে উল্লিখিত ফি টেলিটক বাংলাদেশ লি. এর যেকোনো মোবাইল সংযোগ হতে এসএমএসের মাধ্যমে http://powergrid.teletalk.com.bd অথবা www.powergrid.gov.bd ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে।

আবেদনের বয়স—

২২/০৪/২০২৫ তারিখে যাঁদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে, তাঁরা এই ৮ পদে আবেদন করতে পারবেন।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ০১ (এক) বছরের প্রবেশনসহ ০৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে পাওয়ার গ্রিডের চাকরিবিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে চাকরি চুক্তি নবায়ন করা হবে।

 

পাওয়ার গ্রিড    চাকরি

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ