সর্বশেষ
দুই ছাত্র উপদেষ্টার দ্রুত পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের
স্ত্রী–সন্তানসহ প্রাণে বাঁচলেন বাপ্পা মজুমদার
অভিনেত্রী শাওনসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন আনচেলত্তি: রোনালদিনহো
দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম
পঞ্চগড়ে নারী-শিশুসহ ২১ জনকে পুশইন
উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ সিদ্ধান্ত
বিএনপি-এনসিপি বাকযুদ্ধ, রাজনৈতিক দ্বন্দ্ব কি বাড়ছে?
ছাত্রদের টার্গেট করে একটি পক্ষ মিথ্যা ছড়াচ্ছে
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
ভারতের মদদপুষ্ট গোষ্ঠী কারা, সম্পূর্ণ প্রমাণ দেবে পাকিস্তান
অভিনেত্রী শাওন-ডিবি হারুনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইমরান খান ন্যায়বিচারের অপেক্ষায় ৬০০ দিনেরও বেশি কারাগারে আছেন: গহর আলি
কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ
এককাপ চায়ে কাকে চান রাহুল বন্দ্যোপাধ্যায়?

সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ, তীব্র যানজট

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচির ফলে সকাল থেকেই শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও অফিসগামী লোকজন চরম ভোগান্তির শিকার হন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকেই ছাত্রদলের বিভিন্ন শাখা ও ইউনিটের নেতাকর্মীরা শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে জড়ো হতে থাকেন। পরে সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। এতে শাহবাগ মোড়সহ ইন্টারকন্টিনেন্টাল মোড়, মৎস্য ভবন, বাংলামোটর, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, হাতিরপুল, কাকরাইলসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

ছাত্রদল জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, মূল হত্যাকারী ও অন্য আসামিদের এখনো গ্রেফতার না করায় তারা হতাশ।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা এ হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে গাফিলতি, মূল ঘাতকসহ সকল আসামিকে গ্রেফতার না করা এবং বিচার প্রক্রিয়ার কোনো অগ্রগতি না থাকায় প্রতিবাদে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। পাশাপাশি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

উল্লেখ্য, এর আগের দিন বুধবারও ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনের দৃষ্টিগোচরে আনতে চাচ্ছেন যে, সাম্য হত্যার বিচার না হওয়া এবং ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার কারণে সাধারণ শিক্ষার্থীরাও আতঙ্কে রয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত, গ্রেফতার ও বিচার দাবি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়    শাহরিয়ার আলম সাম্য    শাহবাগ

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ