বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আরো এক সপ্তাহ হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (২৩ মে) বাংলাদেশ সময় বেলা ১১টায় থাইল্যান্ডের ব্যাংককে রুটনিন আই হাসপাতালের চিকিৎসক এই পরামর্শ দিয়েছেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরো এক সপ্তাহ পর সিদ্ধান্ত জানাবেন কত তারিখের মধ্যে মহাসচিব বিমানে যাত্রা করতে পারবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি জানিয়েছেন।
এর আগে, ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। গত ১৪ মে মির্জা ফখরুলের বাঁ চোখে সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বর্তমানে ফখরুল হাসপাতালটির কেবিনে আছেন।
বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর