২০২৪ সালের ৫ আগস্টের পরও ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত রয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বিচার সংস্কার ও নির্বাচনের একটি সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে নতুন বাংলাদেশ গঠনে শ্রমিকের অধিকার নিশ্চিতের তাগিদ দিয়েছেন জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘এই অভ্যুত্থান শ্রমিকের রক্তের ওপর দাঁড়িয়ে আছে।’
সরকারকে শ্রমিকদের অধিকারের প্রতি অধিক নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। কারণ বর্তমানে ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নেই।’
প্রেসক্লাব জোনায়েদ সাকি