সর্বশেষ
গাজায় ত্রাণের ট্রাক পাহারায় থাকা ৬ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত
জয়ের সম্ভাবনা জাগিয়েও ড্র বাংলাদেশ ইমার্জিং দলের
জটিলতা সৃষ্টি করে সরকারের মান-অভিমান গ্রহণযোগ্য কাজ না: আনু মুহাম্মদ
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
দিল্লিতে এক সপ্তাহে ১২১ বাংলাদেশি গ্রেফতার
পেশীশক্তি, কালো টাকা ও সন্ত্রাসমুক্ত করে নির্বাচন দিতে হবে: হামিদুর রহমান আযাদ
‘মা, আমি চোর নই। চিপস চুরি করিনি’, অপমানের পর ১২ বছরের শিশুর সুইসাইড নোট
এবার ‘ইইউ’কে ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের
ড. ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি দাবি করেনি: সালাহউদ্দিন
গুরুতর অসুস্থ নায়িকা নুসরাত ফারিয়া
মাহিরা খান কি আবারও বলিউডে অভিনয় করবেন?
একটি পরিবারের জন্য একটি সেতু!
তরুণদের প্রযুক্তিতে আগ্রহী হওয়ার আহ্বান ডা. জোবাইদার
পদত‍্যাগ নয়, আলোচনার মাধ্যমে সমঝোতায় আসুন
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, একদিনও এদিক-সেদিকের সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা

পেশীশক্তি, কালো টাকা ও সন্ত্রাসমুক্ত করে নির্বাচন দিতে হবে: হামিদুর রহমান আযাদ

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।শুক্রবার (২৩ মে) শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এইচ এম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে সময়মতো পেশীশক্তি, কালো টাকা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে যোগ্যতা ও সততার সাথে জনগণের জন্য কাজ করে যেতে হবে। এদেশের মানুষ একটা ভালো সরকার প্রত্যাশা করে, আর সেই প্রত্যাশা পূরণে জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে ভূমিকা রাখতে হবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে উক্ত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক জনাব সাইফুল আলম খান মিলন।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। ইসলামই ন্যায়, ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ গঠনের গ্যারান্টি। তিনি ইসলামী আদর্শের মূর্ত প্রতীক হিসেবে কুরআন সুন্নাহর আলোকে নিজেদেরকে গঠন করার জন্য জামায়াতে ইসলামীর মাঠ পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। দেশের এই ক্রান্তিকালে সকল প্রকার বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে হবে।

নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ্ব মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, মহানগরী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইন, আবু সাঈদ মুন্না, এইচ এম নাসির উদ্দিনসহ জেলা ও মহানগরীর কর্মপরিষদের সদস্যবৃন্দ।

সূত্র: নিউজ টোয়েন্টিফোর

 

জামায়াতে ইসলাম      ড. এইচ এম হামিদুর রহমান আযা

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ