গাজায় ত্রাণবাহী ট্রাক পাহারার দায়িত্ব পালনরত অবস্থায় ইসরায়েলি বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। নিহতরা একটি নিরাপত্তা দলের সদস্য ছিলেন, যারা ক্ষুধার্ত মানুষের জন্য আসা খাদ্যসামগ্রী সুরক্ষায় নিয়োজিত ছিলেন। খবর রয়টার্সের।
এই ঘটনা ইঙ্গিত দেয়, ইসরায়েলের ১১ সপ্তাহের অবরোধের পরেও গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকায় খাদ্য ও ওষুধ পৌঁছাতে এখনো গুরুতর বাধার মুখে পড়তে হচ্ছে, উল্লেখ করেছে রয়টার্স।
ত্রাণ সরবরাহে চ্যালেঞ্জ:
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার কেরেম শালোম সীমান্ত দিয়ে ১০৭টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যার মধ্যে ছিল ময়দা, ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। তবে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে, এসব ত্রাণের একটি বড় অংশই গন্তব্যে পৌঁছানোর আগেই লুটপাটকারীদের বাধার মুখে পড়ছে, যারা অনেক সময় সশস্ত্র অবস্থায় থাকে।
ত্রাণ বিতরণে নিয়োজিত সংস্থাগুলোর একটি যৌথ জোট অভিযোগ করেছে, “এই লুটপাটকারীরা অনাহারে থাকা শিশু ও পরিবারের জন্য পাঠানো খাদ্য ছিনিয়ে নিচ্ছে।” তারা ইসরায়েলি হামলায় নিরাপত্তারক্ষীদের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছে এবং এটিকে মানবিক সহায়তা কার্যক্রমের বিরুদ্ধে সরাসরি হামলা বলে উল্লেখ করেছে।
ইসরায়েলি ও হামাস পাল্টাপাল্টি দাবি:
হামাস জানিয়েছে, নিহতদের সবাই তাদের নিয়ন্ত্রিত নিরাপত্তা দলের সদস্য। অন্যদিকে, ইসরায়েলি বাহিনী এই হামলা সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।
ইসরায়েল দাবি করেছে, তারা বৃহস্পতিবার রাতেই গাজাজুড়ে ৭৫টি স্থানে হামলা চালিয়েছে, যেগুলোর মধ্যে ছিল অস্ত্র গুদাম ও রকেট লঞ্চার। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
ত্রাণ প্রবেশ: বাস্তবতা বনাম প্রচার
ইসরায়েল বলছে, তারা মোট ৩০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে, তবে ত্রাণ সংস্থাগুলোর দাবি, কেরেম শালোম সীমান্তে অনেক ট্রাক আটকে আছে এবং তা ক্ষতিগ্রস্ত জনগণের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
ইসরায়েলি অভিযানে গাজায় অতিমাত্রায় মৃত্যু ও অপুষ্টি দেখা দিচ্ছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫৩ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েল গত মার্চে অভিযোগ তোলে যে, হামাস বেসামরিকদের জন্য পাঠানো ত্রাণ আত্মসাৎ করছে, যদিও হামাস তা অস্বীকার করে বলছে—তাদের যোদ্ধারাই এই ত্রাণ পাহারায় গিয়ে প্রাণ হারাচ্ছেন।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর