কান চলচ্চিত্র উৎসবের লালগালিচার সঙ্গে বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সখ্য বহু পুরোনো। এবারের কানে তিনি প্রথম লুকেই বাজিমাত করেছেন এথনিক সাজপোশাকে। তবে দ্বিতীয় লুকে তিনি পরেছেন জমকালো গাউন। সঙ্গে ছিল মেয়ে আরাধ্য। জেনে নিই বিস্তারিত।
কানের রানি ঐশ্বরিয়া রাই। সেই ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচার সঙ্গে সাবেক এই বিশ্ব সুন্দরীর সখ্য। বেশ পুরোনো এই সম্পর্ক বলা যায়। সেই সময় তাঁর সঙ্গে মা বৃন্দা রাইকে দেখা যেত লালগালিচায়। আর এখন নিয়মিত মেয়ে আরাধ্য হয়ে উঠেছে ঐশ্বরিয়ার সঙ্গী।
কানের রানি ঐশ্বরিয়া রাই। সেই ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচার সঙ্গে সাবেক এই বিশ্ব সুন্দরীর সখ্য। বেশ পুরোনো এই সম্পর্ক বলা যায়। সেই সময় তাঁর সঙ্গে মা বৃন্দা রাইকে দেখা যেত লালগালিচায়। আর এখন নিয়মিত মেয়ে আরাধ্য হয়ে উঠেছে ঐশ্বরিয়ার সঙ্গী।
ঐশ্বরিয়া তাঁর দ্বিতীয় লুকে ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তর নকশা করা স্ট্রেপলেস গাউনে উপস্থিত হয়েছিলেন লালগালিচায়।
সিলভার সিকুইন বসানো হলিউড ঘরানার কালো ভেলভেট গাউনের সঙ্গে নিয়েছেন ফ্লোর ছোঁয়া রুপালি কেপ। এই পোশাকের বিশেষত্ব আর নজরকাড়া দিকটি এই লম্বা কেপ।
হাতে তৈরি বানারসি ব্রোকেড কেপের পেছনের দিকে সুতা দিয়ে লেখা আছে গীতার শ্লোক। যার বাংলা করলে দাঁড়ায়, ‘কর্ম করে যাও, ফলের আশা কোরো না।’
সুন্দর এই পশ্চিমা আউটফিটের সঙ্গে অভিনেত্রীর সিগনেচার ‘রেড লিপ লুক’ নজর কেড়েছে বেশি। এ ছাড়া আইলাইনারে সাজিয়েছেন আকর্ষণীয় চোখজোড়া। আর চুলগুলো এক পাশে রাখা সফট কার্ল করে।
হীরার মিনিমাল জুয়েলারিতে নজর কাড়ছে দুল আর আংটি। এভাবেই কানের দ্বিতীয় লুকে লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া।
ছবিঃ ইন্সটাগ্রাম