জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। জনগণের সংশয় দূর করার জন্য দ্রুত সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা দরকার। শনিবার (২৪ মে) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার এক অধিবেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেনাবাহিনী নিয়ে যেকোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, কারও মাধ্যমে সেনাবাহিনী বিতর্কিত হোক আমরা তা চাই না। সরকারের প্রতি আমাদের সহযোগিতা আগেও ছিল, সামনেও অব্যাহত থাকবে। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করবে জামায়াত।
জামায়াতের রাজনীতি দেশ ও জনগণের কল্যাণে উল্লেখ করে তিনি বলেন, আমরা দলীয় স্বার্থকে কখনোই দেশ ও জনগণের স্বার্থের ঊর্ধ্বে দেখি না। আমরা আমাদের দলীয় স্বার্থকে সাজাই দেশ ও জনগণের স্বার্থের আলোকে। জনগণের কল্যাণ ও স্বার্থ যেখানে নিহিত রয়েছে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই জামায়াতে ইসলামী সব ধরনের পরিকল্পনা ও কর্মসূচি রচিত হয়ে থাকে।
বহুল চর্চিত মানবিক করিডোর ইস্যুতে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত, এ বিষয়ে ভেবেচিন্তে সকল পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে।
এ সময় গাজা ও সিরিয়া ইস্যুতে ড. শফিকুর রহমান বলেন, আমরা গাজায় যুদ্ধবিরতি চাই না। যুদ্ধ বন্ধ চাই। সিরিয়ার জনগণকে তাদের দেশ চালানো ও ভাগ্য নির্ধারণ করার সুযোগ দিতে হবে বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির।
জামায়াতে ইসলাম আমির