সর্বশেষ
উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক শেষে যা বললেন রিজওয়ানা
রামপাল-রূপপুর পারমাণবিককেন্দ্র বন্ধের রাস্তা খোঁজা উচিত: আনু মুহামম্মদ
১২ তলা থেকে নিচে পড়ে স্বামীকে বললেন, ‘আমি এখনো মরিনি’
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির কী নিয়ে আলোচনা হতে পারে, জানালেন আমীর খসরু
উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
‘বিএনপি চায় না ইউনূস সরকার ব্যর্থ হোক’
ধর্মরাজ্যের ভাবনা ও আজকের পৃথিবী
স্বপ্ন ভঙ্গ মার্টিনেজের, চ্যাম্পিয়ন ম্যারাডোনার নাপোলি
সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি
ট্রেনের ৩ জুনের টিকিটের জন্য ১ কোটি ১৪ লাখ হিট
একনেক সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশে আর কোনো ১/১১ হবে না
২৫ বছরে শাকিব খান, প্রশংসায় পঞ্চমুখ অপু-বুবলী
সেনাবাহিনী নিয়ে যেকোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত: জামায়াত আমির

বাংলাদেশে আর কোনো ১/১১ হবে না

অনলাইন ডেস্ক

বাংলাদেশে আর কোনো ১/১১ ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার মতে, এ ধরনের গুজব ছড়িয়ে জনগণকে পরিকল্পিতভাবে বিভ্রান্ত ও আতঙ্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

রাশেদ খান পোস্টে লিখেছেন, ‘যারা আজ ১/১১ নিয়ে কথা বলছে, তারা নিজেরাই কি আসলে ১/১১ চায় না, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কারণ, তাদের চারপাশ ঘিরে আছে সেই সময়কার কুশীলবরা। এমনকি তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, সম্ভবত তাদেরই পরামর্শে এসব আতঙ্ক ছড়ানো হচ্ছে।’

তিনি লেখেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক পথচলা কেউ থামাতে পারবে না। ইনশাআল্লাহ, আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাব।’

পোস্টে রাশেদ খান আরও লেখেন, ‘আমাদের সকলের প্রত্যাশা, ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করবে এবং নতুন ইতিহাস রচনা করবে।’

তার মতে, এ লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। রাজনৈতিক বিভাজনের মধ্যেও একটি যৌথ, দায়িত্বশীল ও অগণতান্ত্রিক হস্তক্ষেপমুক্ত পরিবেশ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাশেদ খান যে ভাষায় সরাসরি অগণতান্ত্রিক হস্তক্ষেপের বিরোধিতা করেছেন, তা স্পষ্ট করে দেয় গণঅধিকার পরিষদের অবস্থান।

পোস্টটি পড়তে এখানে ক্লিক করুন

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে অস্তিরতা চলছে। এর মধ্যে জরুরি অবস্থা জারিরও গুঞ্জন ওঠে। প্রধান উপদেষ্টার পদত্যাগের একটি খবরও বাতাসে ভেসে বেড়াচ্ছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গণে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি এবং জামায়াতের।

সূত্র: যুগান্তর

 

গণঅধিকার পরিষদ      রাশেদ খান      ডক্টর মুহাম্মদ ইউনূস

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ