ইসলাম নারীকে যে উচ্চ মর্যাদা, সম্মান ও অধিকার দিয়েছে তা উদযাপনে রোববার ঢাকা বিশ্ববিদ্যলয়ে ব্যতিক্রমধর্মী উৎসবের আয়োজন করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক হাজারেরও বেশি নিবন্ধিত মুসলিম নারী শিক্ষার্থীকে প্রতিরোধ ও সম্ভ্রমের প্রতীক হিসেবে হিজাব উপহার প্রদান করবে সংগঠনটি। এছাড়া অন্য নারী শিক্ষার্থীদের চকলেট ও কলম উপহার দেওয়া হবে।
শনিবার বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সদস্য সচিব ফারজায়ান আহসান কৃতিত্ব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ঐতিহাসিক বটতলায় ‘Celebrating Women’s Dignity and Pride 2025’ (নারীর মর্যাদা ও গৌরব উদাযাপন ২০২৫) শীর্ষক এ উৎসব চলবে।
উৎসব উপলক্ষ্যে বটতলা প্রাঙ্গণকে নারীর মর্যাদা শীর্ষক কুরআনের আয়াত ও হাদীস এবং নারীর সংগ্রামী ভূমিকার আলোকচিত্র দিয়ে সাজানো হবে।
উৎসবে দিনভর ইসলামে নারীর মর্যাদা ও সম্মান এবং সংগ্রামী ভূমিকার ওপর আলোচনা করা হবে।হিজাবোফোবিয়া তথা হিজাব বিদ্বেষের শিকার বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তাদের লড়াইয়ের কথা তুলে ধরবেন।
উৎসবে সভাপতিত্ব করবেন বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন ।
তিনি বলেন, নারী শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচিতি এবং আত্মমর্যাদাকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এ উৎসব আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে মুসলিম শিক্ষার্থীরা ইসলামকে ধারণ করে নিজেকে দক্ষ ও যোগ্য করার আত্মবিশ্বাস অর্জন করবে।
সানোয়ারা খাতুন জানান, উৎসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন হলো ইসলামে প্রদত্ত নারীর মর্যাদার আলোকে চলতি সময়ের অধিকার ও নিরাপত্তা সংক্রান্ত দাবিনামা উপস্থাপন। এর মাধ্যমে বাংলাদেশে নারীর অধিকার ও মর্যাদা উন্নত বিশ্বের চেয়ে উন্নীত হবে ইনশাল্লাহ।
বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান বলেন, আমাদের এ উৎসব নারীর মর্যাদা ও অধিকার সমুন্নত করতে শক্তিশালী বার্তা দেবে। আমারা আশা করছি অতীতে নারী শিক্ষার্থীদের প্রতি যে হিজাব বিদ্বেষ হয়েছে তার ক্ষত মুছে বিশ্ববিদ্যালয়ে সহিষ্ণুতা ও সম্প্রীতির ইতিবাচক সংস্কৃতিক গড়ে তুলতে এ উৎসব বড় ভূমিকা রাখবে।
ঢাকা বিশ্ববিদ্যলয় বিপ্লবী ছাত্র পরিষদ