সর্বশেষ
গরমে যেমন হবে চোখের সাজ 
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
কালোধারা বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাশিয়া সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
আসিয়ানকে ফিলিস্তিনের পক্ষে কথা বলার আহ্বান মালয়েশিয়ার
গঠনতন্ত্র বদলে যাওয়ায় সাফে সালাউদ্দিনের রাস্তা পরিষ্কার
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: অনুমতি ছাড়া ডাউনলোড হবে না ছবি-ফাইল
মহার্ঘ, রেশন ও সচিবালয় ভাতা নিয়ে নতুন যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বিকেলে যমুনায় সর্বদলীয় বৈঠক
কেমন ছিল নবীজির কুরবানি
অতিরিক্ত ঘুম মস্তিষ্কের ক্ষতি করে? যা বলছে গবেষণা
অন্য কেউ আপনার জিমেইল ব্যবহার করছে? এখনই ব্যবস্থা না নিলে হ্যাকিংয়ের ঝুঁকি!
রক্তচাপ কেড়ে নিতে পারে দৃষ্টিশক্তি
স্টাইল আর আবেদনে জুড়ি মেলা ভার এই গ্ল্যামার-কন্যার
টুনটুনি আর রাজার কথা

রক্তচাপ কেড়ে নিতে পারে দৃষ্টিশক্তি

অনলাইন ডেস্ক

রক্তচাপ বাড়লে বেশিরভাগ মানুষ ভয় পান হার্টঅ্যাটাকের। উচ্চ রক্তচাপ হার্টের উপর প্রভাব ফেলে। কিন্তু হাইপারটেনশন শুধু যে হার্টের জন্য ক্ষতিকর তা নয়। ভয় রয়েছে চোখেরও। রক্তচাপ বেশি থাকলে তা চোখেরও ক্ষতি হতে পারে। এমনকী উচ্চ রক্তচাপের কারণে দৃষ্টিশক্তিও হারাতে পারেন।

চোখের স্ট্রোকের জন্য কি হাইপারটেনশন দায়ী?

চোখের চিকিৎসক ডা. সুমন মুখোপাধ্যায় বলেন, ‘হাইপারটেনশনের কারণে চোখের একাধিক ক্ষতি হতে পারে।’ উচ্চ রক্তচাপে চোখের রেটিনার শিরায় ব্লকেজ তৈরি হয়। এর ফলে রক্ত চলাচল ব্যাহত হয়। এই অবস্থাকে ‘সেন্টাল রেটিনাল ভেইন অকুলেশন’ বলা হয়। এটি শিরার পাশাপাশি ধমনীতেও হতে পারে বলে জানিয়েছেন ডা. মুখোপাধ্যায়। আসলে চলতি ভাষায় এই অবস্থাকেই চোখের স্ট্রোক বলা হয়।

সিআরভিও-কি দৃষ্টিশক্তি হারাতে পারেন?

সিআরভিও-এর একাধিক উপসর্গ রয়েছে। এর মধ্যে সবচেয়ে কমন হলো- হঠাৎ করে একটা চোখের দৃষ্টি কমে যাওয়া। এছাড়া চোখে রক্তপাত হলে চোখের ভিতর কালো ঝুলের মতো অংশ দেখা যায়।

‘সিআরভিও-এর চিকিৎসা হলো ইনজেকশন বা রেটিনাল লেজার’ বলেন ডা. মুখোপাধ্যায়। সিআরভিও হলে দৃষ্টিশক্তি কমে যাওয়া, ঝাপসা দৃষ্টি এবং দৃষ্টিশক্তি হারানোর মতো সমস্যা দেখা দিতে পারে।

হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কতটা ক্ষতিকর?

ডা. মুখোপাধ্যায়ের সংযোজন, ‘প্রেশার খুব বেশি থাকলে চোখের ভিতর যে অপটিক নার্ভ থাকে, তারও মারাত্মক ক্ষতি হতে পারে।’ এই অবস্থায় চোখে রক্তপাতও হতে পারে। একে চিকিৎসার ভাষায় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলা হয়।

হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কি গর্ভবতীদেরও হয়?

হাইপারটেনশনে ভয় রয়েছে অন্তঃসত্ত্বা নারীদেরও। অনেক সময় গর্ভাবস্থায় হবু মায়ের ব্লাড প্রেশার অত্যধিক বেড়ে যায়। যাকে বলে প্রেগন্যান্সি হাইপারটেনশন বা ‘একলাম্পসিয়া’। এই অবস্থা তৈরি হলে মস্তিষ্কে রক্তপাত হয়। এই পর্যায়ে পৌঁছনোর ঠিক আগে চোখের উপর প্রভাব পড়ে। দৃষ্টিশক্তি কমে আসে। এই লক্ষণ দেখে বোঝা যায় যে, ‘একলাম্পসিয়া’ খারাপ দিকে এগোচ্ছে ‘

অস্ত্রোপচারের সময় প্রেশার কন্ট্রোলে রাখা দরকার কেন?

এছাড়া অস্ত্রোপচারের সময় প্রেশার বারবার যাচাই করা দরকার। অনিয়ন্ত্রিত রক্তচাপ থাকা অবস্থায় অস্ত্রোপচার করলে চোখে রক্তপাত হতে পারে এবং চোখ নষ্ট হয়ে যেতে পারে।

দৃষ্টিশক্তি

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ