সর্বশেষ
জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা
প্রতি বর্গফুট চামড়ার দাম ঢাকায় বাড়ল ৫ টাকা
‘ইশরাক মেয়রের চেয়ারে বসলেই আমরা বাড়ি ফিরব’
দ্বন্দ্ব-সংঘাত ছেড়ে ঐকমত্যের পথ ধরুন, আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব
মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাক হোসেনের রিট
বৃষ্টির মধ্যেই চলছে সড়কে পিচ ঢালাই
সামান্য ভুল-ত্রুটি থাকলেও বিএনপি কখনও স্বৈরাচারী হয়নি: মঈন খান
ঈদের ছুটিতেও যেসব এলাকায় ৩ দিন খোলা থাকবে ব্যাংক
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দুই দফায় বসবেন যারা
সিলেট ও মৌলভীবাজারের ৩ সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন
ঐশ্বরিয়ার গান যাতে ছবিতে না রাখা হয়, সেই চেষ্টা করেছিলেন অমিতাভ
নুরের সঙ্গে ছবি থাকায় ৫ বার আমার ভারতীয় ভিসা রিজেক্ট হয়: বাঁধন
কর্মচারীদের কর্মবিরতিতে অচল এনবিআর
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা
প্রাথমিক শিক্ষকরা সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন 

মহার্ঘ, রেশন ও সচিবালয় ভাতা নিয়ে নতুন যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

আসন্ন বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা থাকবে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে নানা কারণে রেশন ও সচিবালয় ভাতার মতো সব ভাতা একসঙ্গে দেওয়া সম্ভব হবে না বলেও জানিয়েছেন তিনি।

দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা এসব তথ্য জানান।

মহার্ঘ ভাতা, রেশন ভাতা ও সচিবালয় ভাতার বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা চেষ্টা করবো। তবে সচিবালয় ভাতা, মহার্ঘ ভাতা একসঙ্গে ডাবল হয়ে যাবে। সচিবালয় ভাতা দেওয়া হলে বাইরে যারা সরকারি চাকরি করছে, তারাও বলবে আমাদের ভাতা দেওয়া হলো না কেন।

আসলে বাইরেও আমাদের অনেক অফিসার আছে। সচিবালয় ভাতা না দেওয়ার এটি একটি কারণ। আবার রেশন ভাতাও চাচ্ছে চাকরিজীবীরা। তাদের (চাকরিজীবী) যৌক্তিকতা হচ্ছে রেশন সুবিধা পুলিশ ও বিজিবি পায়, আমরা কেন পাবো না।

তিনি আরও বলেন, আসল কথা হচ্ছে, এসব বাহিনী যুগ যুগ ধরে রেশন পাচ্ছে। আর তাদের ডিউটি কোনো স্বাভাবিক নয়। পুলিশ যখন ডিউটি করে দুপুর ২টার খাবার বিকাল ৪টায় খায়, রাত ১২টায় ডিউটি শেষ করে এক রুমে ৬ জন ঘুমায়। রাজারবাগ পুলিশ লাইনে গেলে সেটি দেখা যায়। ওদের খাওয়াদাওয়ার কোনো ঠিকঠিকানা নেই। ফ্যামিলির সঙ্গে যোগাযোগ নেই। এসব মানবিক কারণে তাদের এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এটি ঠিক তারা রেশন সস্তায় পাচ্ছে। তবে সচিবালয়ের লোকজনও ভুক্তভোগী। আমরা সব দিতে পারব কি না দেখছি।

তিনি আরও বলেন, আমরা দেখছি মহার্ঘ ভাতা আছে, সেটির ব্যাপারে কিছু করা যায় কি না। সব সমহারে দিতে গেলে বহু অর্থের প্রয়োজন। এখন কর্মচারীদের রেশন দাবি বিবেচনায় আছে। তবে তারা যেভাবে চাচ্ছে, সেভাবে হবে না। আগামী এক বা দুই সপ্তাহ আছে বাজেট ঘোষণার। সেখানে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে।

 

বাজেট      ড. সালেহউদ্দিন আহমেদ      চাকরিজীবী

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ