সর্বশেষ
দ্বন্দ্ব-সংঘাত ছেড়ে ঐকমত্যের পথ ধরুন, আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব
মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাক হোসেনের রিট
বৃষ্টির মধ্যেই চলছে সড়কে পিচ ঢালাই
সামান্য ভুল-ত্রুটি থাকলেও বিএনপি কখনও স্বৈরাচারী হয়নি: মঈন খান
ঈদের ছুটিতেও যেসব এলাকায় ৩ দিন খোলা থাকবে ব্যাংক
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দুই দফায় বসবেন যারা
সিলেট ও মৌলভীবাজারের ৩ সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন
ঐশ্বরিয়ার গান যাতে ছবিতে না রাখা হয়, সেই চেষ্টা করেছিলেন অমিতাভ
নুরের সঙ্গে ছবি থাকায় ৫ বার আমার ভারতীয় ভিসা রিজেক্ট হয়: বাঁধন
কর্মচারীদের কর্মবিরতিতে অচল এনবিআর
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা
প্রাথমিক শিক্ষকরা সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন 
গরমে যেমন হবে চোখের সাজ 
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
কালোধারা বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গঠনতন্ত্র বদলে যাওয়ায় সাফে সালাউদ্দিনের রাস্তা পরিষ্কার

অনলাইন ডেস্ক

সাফের গঠনতন্ত্রে তিন মেয়াদের বেশি কারোর নির্বাহী কমিটিতে থাকার সুযোগ নেই। কাজী সালাউদ্দিন সভাপতি পদে আছেন ৪ মেয়াদে। শনিবার গঠনতন্ত্র সংশোধন করে এই কোটা উঠিয়ে দেওয়া হয়েছে। ফলে সালাউদ্দিনের পঞ্চমবার নির্বাচিত হওয়ার পথে আর কোনো বাধা রইল না।

শুধু সভাপতি পদেই নয়, এই গঠনতন্ত্র বদলে যাওয়ার ফলে এখন নির্বাহী কমিটিতে যে কেউ তিনের অধিকবার নির্বাচিত হতে পারবেন। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল কাঠমান্ডু থেকে বলেন, ‘সাফের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে সংশোধন হয়েছে।’

কাঠমান্ডুতে সাফের কংগ্রেসে সশরীরে যোগ দেননি সভাপতি কাজী সালাউদ্দিন। অনলাইনে যুক্ত হন। সে সভায় গঠনতন্ত্র বদলানো বাদেও আরও অনেক বিষয়ে আলোচনা হয়েছে।

আগামী বছর সাফ নারী, পুরুষ ও বয়সভিত্তিক মিলিয়ে বেশ কয়েকটি টুর্নামেন্ট হওয়ার কথা। এএফসির মতো সাফও ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। কম্পিটিশন কমিটি ও সাফ প্রশাসন সামনে এটি নিয়ে কাজ করবে।

আগামী বছর সিনিয়র নারী সাফের পাশাপাশি আরও কয়েকটি টুর্নামেন্ট রয়েছে। সাফ কংগ্রেসে উন্মুক্ত আলোচনায় বাফুফের মঞ্জুরুল করিম ও টিপু সুলতান যোগ দেন।

মঞ্জুরুল করিম সদ্যসমাপ্ত সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি কাঠমান্ডু থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘সাফ অ-১৯ টুর্নামেন্টে বাংলাদেশ-ভারত ফাইনালে রেফারিং নিয়ে সাফকে আরও বেশি সচেতন হওয়ার অনুরোধ করেছি।’

ভারতের অরুণাচলে সাফ অ-১৯ টুর্নামেন্টের ফাইনালের ৪২ মিনিটে বাংলাদেশ ভারতের জালে বল জড়ায় কর্নার থেকে। বাংলাদেশের গোলের আগেই রেফারি ফাউলের বাঁশি বাজান। বাংলাদেশের দাবি, সেটি ফাউল ছিল না। সাফের নির্বাহী কমিটিতে এই প্রথম নারী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন ভুটানের জিমবিরি।

সূত্র: যুগান্তর

 

সাফ      কাজী সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ