সর্বশেষ
সাকিব-রিশাদদের ফাইনাল আজ, কখন ও কীভাবে দেখা যাবে
জিলহজ মাসের চাঁদ দেখার দিন নির্ধারণ, কবে ঈদ?
সমন্বিত ৮ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে প্রিলির ফল ও লিখিত পরীক্ষা সূচি প্রকাশ
নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর আ.লীগ নেত্রী রজনী আক্তার
ফরিদপুরে ভূমি মেলায় মিলছে জমির নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপ
খুলনায় ব্যাংকের ৬৫ লাখ টাকা আত্মসাৎ মামলায় ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড
জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা
প্রতি বর্গফুট চামড়ার দাম ঢাকায় বাড়ল ৫ টাকা
‘ইশরাক মেয়রের চেয়ারে বসলেই আমরা বাড়ি ফিরব’
দ্বন্দ্ব-সংঘাত ছেড়ে ঐকমত্যের পথ ধরুন, আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব
মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাক হোসেনের রিট
বৃষ্টির মধ্যেই চলছে সড়কে পিচ ঢালাই
সামান্য ভুল-ত্রুটি থাকলেও বিএনপি কখনও স্বৈরাচারী হয়নি: মঈন খান
ঈদের ছুটিতেও যেসব এলাকায় ৩ দিন খোলা থাকবে ব্যাংক
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দুই দফায় বসবেন যারা

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দুই দফায় বসবেন যারা

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের বিশিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় দলগুলোর নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক আজ রোববার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকটি প্রধান অতিথি ভবন যমুনায় দুই দফায় আয়োজিত হবে। প্রথম দফায় বিকেল ৫টায় এবং দ্বিতীয় দফায় বিকেল ৬টায় আলাদা আলাদা সময়সূচিতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশ নিচ্ছেন বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ। প্রথম দফায় যারা অংশ নেবেন, তাদের মধ্যে রয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, এবি পার্টির সদস্যসচিব মুজিবর রহমান মঞ্জু, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ভাসানী অনুসারী পরিষদের নেতা খালেকুজ্জামান ভূঁইয়া, বিএনএফ নেতা টিপু বিশ্বাস, এবং গণ অধিকার পরিষদের নেতারা হাসনাত কাইয়ুম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও শেখ রফিকুল ইসলাম বাবলু।

দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন দেশের ইসলামি ধারার কয়েকটি দলের শীর্ষ আলেম ও নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মুসা বিন ইজহার ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নিজামে ইসলাম পার্টির মাওলানা রেজাউল করিম, খেলাফত মজলিসের মাওলানা সাদিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

সূত্র জানায়, বৈঠকে জাতীয় নির্বাচন সামনে রেখে একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য রাজনৈতিক রোডম্যাপ, নির্বাচনকালীন প্রশাসনিক কাঠামো এবং সম্ভাব্য সংস্কার নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক ও ধর্মীয় উভয় পক্ষ থেকেই নির্বাচন প্রক্রিয়াকে শান্তিপূর্ণ, অবাধ এবং সবার অংশগ্রহণমূলক করার আহ্বান আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার রাতে (২৪ মে) সন্ধ্যায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রত্যেক দলকে স্পষ্টভাবে জানানো হয়, নির্বাচন সময়মতোই হবে—না আগে, না পরে। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে।

 

সরকার      ড. মুহাম্মদ ইউনূস

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ