সর্বশেষ
রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
পরিবেশ বান্ধব স্কুটার ইয়াদিয়া এখন বাংলাদেশে
গবেষকদের ওপর আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ দুঃখজনক: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
সাবিনার বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন বাটলার?
‘অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু’
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান
৩১ জুলাইয়ের মধ্যে এনবিআর নিয়ে অধ্যাদেশ সংশোধন করা হবে: অর্থ মন্ত্রণালয়
সাকিব-রিশাদদের ফাইনাল আজ, কখন ও কীভাবে দেখা যাবে
জিলহজ মাসের চাঁদ দেখার দিন নির্ধারণ, কবে ঈদ?
সমন্বিত ৮ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে প্রিলির ফল ও লিখিত পরীক্ষা সূচি প্রকাশ
নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর আ.লীগ নেত্রী রজনী আক্তার
ফরিদপুরে ভূমি মেলায় মিলছে জমির নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপ
খুলনায় ব্যাংকের ৬৫ লাখ টাকা আত্মসাৎ মামলায় ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড
জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা
প্রতি বর্গফুট চামড়ার দাম ঢাকায় বাড়ল ৫ টাকা

জিলহজ মাসের চাঁদ দেখার দিন নির্ধারণ, কবে ঈদ?

অনলাইন ডেস্ক

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য আগামী মঙ্গলবার (২৭ মে) মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা কমিটিগুলো একযোগে পর্যবেক্ষণে বসবে। ইসলামি চন্দ্র পঞ্জিকার শেষ মাস জিলহজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র হজের আনুষ্ঠানিকতা ও ঈদুল আজহার তারিখ নির্ধারণ হয়।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ওইদিন নতুন চাঁদ টেলিস্কোপের সাহায্যে মধ্য ও পশ্চিম এশিয়া, আফ্রিকার বেশিরভাগ অংশ এবং ইউরোপের কিছু জায়গা থেকে দেখা যেতে পারে। এছাড়া আমেরিকার বিস্তৃত অঞ্চলগুলোতে খালি চোখেও চাঁদ দেখা সম্ভব হতে পারে। এই কারণে অনেক মুসলিমপ্রধান দেশ বুধবার (২৮ মে) জিলহজ মাসের প্রথম দিন ঘোষণা করতে পারে। সে অনুযায়ী, ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৬ জুন শুক্রবার।

তবে চাঁদ দেখা অবস্থানভেদে আলাদা হতে পারে। যেমন, ইন্দোনেশিয়ার জাকার্তায় চাঁদ সূর্যাস্তের মাত্র ৯ মিনিট পর অস্ত যাবে এবং তখন তার বয়স হবে মাত্র ৯ ঘণ্টা ২ মিনিট। ফলে সেখান থেকে চাঁদ দেখা সম্ভব হবে না। অপরদিকে, আবু ধাবিতে চাঁদ অস্ত যাবে সূর্যাস্তের ৩৮ মিনিট পর এবং সেখানে এটি টেলিস্কোপের মাধ্যমে দেখা যেতে পারে।

মক্কা, আম্মান, জেরুজালেম, কায়রো এবং রাবাতে চাঁদ সূর্যাস্তের ৪০-৫৮ মিনিট পরে অস্ত যাবে এবং বায়ুমণ্ডল স্বচ্ছ থাকলে খালি চোখেও দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক জ্যোতির্বৈজ্ঞানিক কেন্দ্রের তথ্যমতে, ইতিহাসে সবচেয়ে কম বয়সের চাঁদ খালি চোখে দেখা গিয়েছিল চাঁদ অস্ত যাওয়ার ২৯ মিনিট আগে, যখন চাঁদের বয়স ছিল ১৫ ঘণ্টা ৩৩ মিনিট। তবে বাস্তব পর্যবেক্ষণে চাঁদের উচ্চতা, সূর্যের সঙ্গে কৌণিক দূরত্ব ও আবহাওয়ার স্বচ্ছতা চাঁদ দেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদি মঙ্গলবার চাঁদ দেখা না যায়, তাহলে ইসলামী শরীয়ত ও বেশিরভাগ দেশের হিজরি ক্যালেন্ডার অনুসারে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং জিলহজ শুরু হবে ২৯ মে বৃহস্পতিবার। সেক্ষেত্রে ঈদুল আজহা একদিন পিছিয়ে গিয়ে ৭ জুন শনিবার অনুষ্ঠিত হবে।

এই তারিখ অনুযায়ী মুসলিম দেশগুলো হজের আনুষ্ঠানিকতা, কোরবানি এবং ঈদের ছুটির সময়সূচি নির্ধারণ করবে।

 

পবিত্র জিলহজ      ঈদুল আজহা     চাঁদ

আন্তর্জাতিক ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ