জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য আজ (রোববার) ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। এই ইংলিশ কোচের অধীনে খেলতে অস্বীকৃতি জানিয়ে অনুশীলন বয়কট করা ১৮ ফুটবলারের মধ্যে ৯ জন দলে জায়গা পেয়েছেন। তবে সাবিনা খাতুন-মাসুরা পারভিনের মতো কয়েকজন তারকা ফুটবলারকে দলে রাখেননি কোচ।
ত্রিদেশীয় টুর্নামেন্ট নিয়ে রোববার (২৫ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে সাবিনা এবং মাসুরার বাদ পড়ার প্রশ্নে কোচ বাটলার বলেন, ‘সাবিনার অনেক অর্জন রয়েছে। সেটার প্রতি আমি অশ্রদ্ধাশীল নই। এরপরও বলব তার (সাবিনা) সময় শেষের দিকে। মাসুরা এখন সঠিক শেপে নেই। এই বাস্তবতা মানতে হবে।’
সাবিনারা সম্প্রতি ভুটানের লিগে খেলেছেন। সেখানে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে এই লিগকে গোনায় ধরছেন না জাতীয় দলের ইংলিশ কোচ। তার ভাষায়, ‘২৮-০ স্কোরলাইন নিঃসন্দেহে প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ করে না।’
এদিকে দেশের নারী ফুটবলের কিংবদন্তি সাবিনাকে দলে না রাখার প্রশ্নে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরন বলেন, ‘দল নির্বাচন কোচের স্বাধীনতা। বাফুফে কখনো এই ব্যাপারে হস্তক্ষেপ করে না। আমরা এক্ষেত্রে অত্যন্ত পেশাদার।’
উল্লেখ্য, জর্ডানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে ৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ মে জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ফুটবল সাবিনা খাতুন পিটার বাটলার