পপ সম্রাজ্ঞী টেলর সুইফট এখন স্পটিফাইয়ের ইতিহাসে প্রথম ও একমাত্র নারী শিল্পী যার তিনটি অ্যালবাম ১০ বিলিয়ন স্ট্রিম হওয়ার রেকর্ড ছুঁয়েছে।
পুরো বিশ্বে সবচেয়ে বিখ্যাত পপ সেনসেশন এখন টেলর সুইফট। এই সপ্তাহে তিনি নারী সংগীত শিল্পী হিসেবে নতুন একটি ইতিহাস সৃষ্টি করেছেন। স্পটিফাইয়ে তাঁর সাড়া জাগানো অ্যালবাম ‘ফোকলোর’ (Folklore) ১০ বিলিয়ন স্ট্রিমের অবিশ্বাস্য মাইলফলক ছুঁয়েছে। নতুন এই রেকর্ড তাঁকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়।
জনপ্রিয় পপ কালচার পোর্টাল ‘পপ বেস’ নিশ্চিত করেছে যে, টেলর সুইফটের নান্দনিক সৃষ্টি ‘ফোকলোর’ অ্যালবামটি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে ১০ বিলিয়ন বার শোনা হয়েছে । এর আগে তাঁর ‘লাভার’ ও ‘মিডনাইটস’ অ্যালবাম দুটিও এই বিরল কৃতিত্ব অর্জন করেছে। ফলে টেইলর এখন স্পটিফাইয়ের ইতিহাসে প্রথম ও একমাত্র নারী শিল্পী যার তিনটি অ্যালবাম আলাদাভাবে ১০ বিলিয়ন বার স্ট্রিম হয়েছে।
তবে রেকর্ড গড়ার ওস্তাদ টেলরের এই সপ্তাহের চমক এখানেই শেষ নয়। এই পপ আইকন চলতি সপ্তাহেই সর্বকালের সেরা বিক্রিত শিল্পীদের তালিকায় কিংবদন্তি ব্যান্ড পিংক ফ্লয়েডকে টপকে ৭ম স্থানে উঠে এসেছেন। তাঁর সামনে এখন কেবল দা রোলিং স্টোনস, ম্যাডোনা, কুইন, এলভিস প্রিসলি, মাইকেল জ্যাকসন ও দা বিটলসের মতো কিংবদন্তি ব্যান্ড ও শিল্পীরা। এই সম্মানজনক তালিকার শীর্ষ ৪০ জনের মধ্যে টেইলর সুইফটই সর্বকনিষ্ঠতম।
বিশ্লেষকদের ধারণা, টেইলর সুইফটের সাফল্যের এই অপ্রতিরোধ্য গতি যদি বজায় থাকে, তবে অচিরেই তিনি পপ কুইন ম্যাডোনাকে ছাড়িয়ে সর্বকালের সর্বাধিক বিক্রীত নারী শিল্পীর আসনে আসীন হতে পারেন। সুইফটিরা মনে করেন ৪০ বছর বয়সের আগেই তিনি বাকি সবকিছুই অর্জন করে নেবেন টেইলর সুইফট।
ছবি: টেইলর সুইফটের ইনস্টাগ্রাম