সর্বশেষ
কানে উপস্থিতি নিয়ে ট্রল, পাল্টা জবাব দিলেন উর্বশী
ঈশ্বরগঞ্জে বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩
সুব্রত বাইন ৮ দিনের রিমান্ডে
সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির মজনু
সারাহ কুকের সঙ্গে নাহিদ-জারার সাক্ষাৎ
জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির
আদালতে অসুস্থ আসামিরা পাবেন হুইল চেয়ার সুবিধা
বিপদসীমা অতিক্রম করতে পারে ৬ নদীর পানি
চাকরিজীবীদের বিক্ষোভ-আন্দোলনে চ্যালেঞ্জের মুখে সরকার?
আম রপ্তানি উদ্বোধন, রেকর্ড গড়ার প্রত্যয়
চক্ষু বিজ্ঞান হাসপাতালের নার্স-কর্মচারীদের কর্মবিরতিতে হামলার অভিযোগ
আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমাদের মনমতো হয়নি: বাঁধন
হজমের সমস্যা কমাতে উপকারী যেসব পানীয়
এ সিরিজ দিয়ে বিশ্বকাপে চোখ পাকিস্তানের
বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

৩ মাস পর পপির সেই মন্তব্যের জবাব দিলেন ওমর সানী

অনলাইন ডেস্ক

দীর্ঘ কয়েক বছর ধরেই সিনেমায় নেই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সিনেমাসংশ্লিষ্ট কারও সঙ্গেই রাখেননি যোগাযোগ। নিজেকে আড়ালেই রেখেছিলেন এ অভিনেত্রী। এই আড়ালে থাকার কারণে মিডিয়ায় একসময় চাউর হয়েছিল বিয়ে করে সংসারি হয়েছেন অভিনেত্রী।

অবশ্য সে গুঞ্জনই পরবর্তীতে সত্যি হয়। গত ফেব্রুয়ারি মাসে আড়াল ভেঙে প্রকাশ্যে আসেন তিনি। সেসময় পপি জানান, অনেকদিন আগেই বিয়ে করেছেন এবং একটি পুত্রসস্তানেরও মা হয়েছেন। আসলে পপির এ আড়াল ভাঙার কারণ ছিল জমিজমা নিয়ে পরিবারের সঙ্গে তার দ্বন্দ্বের জের। এ সময় সিনেমায় আর অভিনয় করবেন না বলেও জানান এ অভিনেত্রী। ‘সিনেমার জন্যই তার অনেক বদনাম হয়েছে’-এমন একটি মন্তব্যও তখন করেছিলেন পপি। তাই সিনেমায় আর অভিনয় করতে চান না। স্বামী-সন্তান নিয়েই থাকতে চান। সম্প্রতি তার এ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন নব্বই দশকের চিত্রনায়ক ওমর সানী।

পপির এ মন্তব্য প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, পপির এ ধরনের কথা বলা উচিত নয়। অভিনেত্রীর সমালোচনা করে সানী বলেন, ‘পপির এ মন্তব্যের জন্য আমি তাকে স্টুপিড (বোকা) বলব। আমি ওর দুলাভাই, আমার ওকে শাসন করার অধিকার আছে। সে এভাবে যদি বলে থাকে তাহলে আমি বলব, সে অবশ্যই নিজেকে ছোট করেছে।’

তিনি আরও বলেন, ‘পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি যে, সিনেমা নিয়ে এসব কথা বলবে। পপি নায়িকা না হলে কে চিনত? তার স্বামী বিয়েও করত না। ও মন্তব্যটি করে সিনেমাকে ছোট করেছে। আমি বলব তাকে এসব আবেগি, ফাজলামো কথা না বলতে।’

এদিকে গত ফেব্রুয়ারিতে প্রকাশ্যে এসে কয়েকদফা সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন পপি। এরপর ব্যক্তিগত বিষয় নিয়ে এক মাসের মতো কয়েকবার প্রকাশ্যে আসেন। কিন্তু এরপরই হুট করে আবারও অন্তরালে চলে যান। মার্চ মাস থেকেই ফের যোগাযোগ বন্ধ করে দেন এ অভিনেত্রী। পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি।

প্রসঙ্গত, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় পা রাখলেও পপির প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’। এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

 

ঢালিউড      সাদিকা পারভীন পপি      ওমর সানী

বিনোদন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ