সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচনই অর্থবহ হতে পারে না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নির্বাচনপূর্ব সংস্কারই একমাত্র পথ।
তিনি আরও জানান, জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী সচেতনতা গড়ে তুলতে মাঠে কাজ করছে এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় সর্বদা ভূমিকা রাখবে।
জাতীয় নাগরিক পার্টির সংস্কার আখতার হোসেন