সর্বশেষ
স্টামফোর্ড আন্তঃবিভাগ বিতর্কে চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ
১১ বছর পর কোয়ালিফায়ারে প্রীতির পাঞ্জাব
সৌদিতে ঈদের তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?
লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনায় শঙ্কিত ভারত
ইসরায়েলি আগ্রাসন রুখতে হাত মেলালো ইরান-পাকিস্তান
অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিষেক বচ্চন!
জাতীয় সংলাপ যেন চা-নাস্তার মধ্যে সীমাবদ্ধ না থাকে: রাশেদ খাঁন
শীতল পাটির সুদিন ফেরাতে প্রয়োজন উদ্যোগ
যেভাবে বাসা ভাড়া নেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ
রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা
ড. ইউনূসের ‘৩৬০ ডিগ্রি কূটনীতি’: বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্বসংযোগ
খালাসের রায়ের পর কারা হাসপাতালে এটিএম আজহারের মিষ্টিমুখ
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো যাবে না: আখতার হোসেন
এবার এশিয়ার বৃহত্তম কৃষি খামারে ইত্যাদির শুটিং

যেভাবে বাসা ভাড়া নেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ

অনলাইন ডেস্ক

রোজার ঈদের পর পরই কুষ্টিয়ার পৌর শহরের কালিশংকরপুর এলাকায় তিন রুমে বাসা ভাড়া নেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। মীর মহিউদ্দিনের তিনতলা বাড়ির নিচতলা ভাড়া নের তারা। ওই বাড়ির দোতলা ও তিনতলায় থাকেন ছাত্ররা।

আজ মঙ্গলবার ভোরে যৌথবাহিনীর একটি দল বাড়িটি ঘিরে ফেলে। এ সময় ওই বাসার নিচতলা থেকে সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরে একটি কালো রঙের মাইক্রো বাসে তাদের নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, বাড়ির মালিক মীর মহিউদ্দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার মেয়র ছিলেন। তিনি মারা গেছেন। তিনতলা বাসার উপরের দুই তলায় মেস করে থাকেন কয়েকজন ছাত্র। ওই ছাত্রদের একজন ভাড়া তুলে বাড়ির মালিক মীর মহিউদ্দিনের স্বজনদের পাঠাতেন। তবে স্বজনরা এখানে আসতেন না।

রবিউল আলম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘মীর মহিউদ্দিনের বাড়ির পাশের একটি বাড়িতে কয়েকজন ব্যবসায়ী ভাড়া থাকেন। তাদের মালামাল রাখার জন্য একটি বাসা দরকার, এ কথা বলে বাসা নেন তারা। পরে তাদের দু’জন গেস্ট ভাড়া নেওয়া বাসায় থাকবেন বলে জানান ওই ব্যবসায়ীরা।’

তিনি আরও বলেন, ‘আজ ভোরে যখন নামাজ আদায় করতে যাই, তখন পুরো এলাকা ঘিরে রেখেছিল সেনাবাহিনী। তারা সবাইকে যে যার অবস্থানে থাকবে বলে। কয়েক ঘণ্টা ধরে তারা তল্লাশি চালায়। একপর্যায়ে একটি কালো রঙের মাইক্রো আসে। সেখানে চারজনকে তোলা হয়। দু’জনের কাছে ব্যাগ ছিল। একজনের হাতে হ্যান্ডকাপ পরানো ছিল। অন্যজনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়।’

মেসের ভাড়া তোলার দায়িত্বে থাকা এক ছাত্র জানান, ‘পাশের বাসার ব্যবসায়ী হেলাল উদ্দিন ঘর ভাড়া নেওয়ার জন্য আসেন। এরপর হেলাল জানান, তার গেস্ট ওই বাসায় থাকবেন। এভাবে তারা বাসায় ওঠেন। ঘটনার পর হেলাল পলাতক আছেন। হেলালের বাড়িতে গেলে তার মা জানান, কেউ বাড়িতে নেই।’

মেসের ছাত্ররা জানান, ‘নিচতলায় কারা থাকতেন তা তারা জানতেন না। সুব্রত বাইনের মত একজন শীর্ষ সন্ত্রাসী দুই মাস তাদের সঙ্গে থাকলেও তারা কোনোভাবেই টের পাননি। তবে মোল্লা মাসুদকে না চিনলেও তিনি তিনবেলা বের হতেন বাড়ি থেকে। পাশের একটি বাড়ি থেকে খাবার আনতেন মোল্লা মাসুদ। তবে কখনো তিনি কারো সঙ্গে কথা বলতেন না।’

মেসের আরও এক শিক্ষার্থী বলেন, ‘পাশের বাসায় ভাড়া থাকেন এমন একজন ব্যক্তি ব্যবসার কাজের জন্য রুমটি ভাড়া নেন রোজার ঈদের পরে। দোতলা ও তিনতলায় ওঠার জন্য সিঁড়ি আছে। নিচতলায় আসা-যাওয়ার জন্য সামনেই একটি দরজা আছে। সেই দরজা তারা ব্যবহার করতেন। এ কারণে তাদের সঙ্গে দেখা হতো না।’

সকাল সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, গেটে তালা ঝুলছে। মেসের ছেলেরা কাউকে ঢুকতে দিচ্ছে না। পরে পরিচয় দিলে কথা বলতে রাজি হন। তাদের একজনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তিনি বলেন, মীর মহিউদ্দিন আলমডাঙ্গা পৌরসভার মেয়র ছিলেন। তিনি বিএনপির রাজনীতি করতেন। কয়েক মাস আগে মারা গেছে। আমরা এ মেসে থাকি। নিজেরা ভাড়া তুলে মালিকের লোকজনকে বুঝিয়ে দেই। নিচতলায় নতুন ভাড়াটিয়া ওঠে কয়েক মাস আগে।

নিচের তিনটি রুম ভাড়া নিয়ে থাকতেন সুব্রত ও মাসুদ। একটি রুমের দরজা আংশিক খোলা ছিল। ব্যবহৃত জিনিসপত্র ছড়ানো-ছেটানো ছিল।

 

কুষ্টিয়া      সুব্রত বাইন      গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ