সর্বশেষ
স্টামফোর্ড আন্তঃবিভাগ বিতর্কে চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ
১১ বছর পর কোয়ালিফায়ারে প্রীতির পাঞ্জাব
সৌদিতে ঈদের তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?
লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনায় শঙ্কিত ভারত
ইসরায়েলি আগ্রাসন রুখতে হাত মেলালো ইরান-পাকিস্তান
অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিষেক বচ্চন!
জাতীয় সংলাপ যেন চা-নাস্তার মধ্যে সীমাবদ্ধ না থাকে: রাশেদ খাঁন
শীতল পাটির সুদিন ফেরাতে প্রয়োজন উদ্যোগ
যেভাবে বাসা ভাড়া নেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ
রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা
ড. ইউনূসের ‘৩৬০ ডিগ্রি কূটনীতি’: বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্বসংযোগ
খালাসের রায়ের পর কারা হাসপাতালে এটিএম আজহারের মিষ্টিমুখ
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো যাবে না: আখতার হোসেন
এবার এশিয়ার বৃহত্তম কৃষি খামারে ইত্যাদির শুটিং

জাতীয় সংলাপ যেন চা-নাস্তার মধ্যে সীমাবদ্ধ না থাকে: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, জাতীয় সংলাপ যেন চা-নাস্তার মধ্যে সীমাবদ্ধ না থাকে। দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে কী সিদ্ধান্ত নিলেন, সেটি জাতিকে জানান, নতুবা এই সংলাপ ব্যর্থ হিসেবে বিবেচিত হবে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা; সংস্কার ও বাস্তবতা নিয়ে পেশাজীবীদের ভাবনা’ শীর্ষক এ সভা আয়োজন করে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খাঁন বলেন, বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা নিয়ে এতে গড়িমসি কেন? জাতিকে অন্ধকারে রেখে মিষ্টি মিষ্টি কথা বলে সংস্কার করা যায় না। সংস্কারের জন্য স্বচ্ছতা ও পরিকল্পনা লাগে। ১০ মাসে কী সংস্কার করলেন? পদত্যাগ নামে ‘ইমোশনাল ব্লাকমেইল’ করে জাতিকে বিভ্রান্ত করার মধ্যে নিশ্চিত কোনো রহস্য আছে।

সরকার বিদেশিদের তাবেদারি করতে করিডোর-বন্দর দেওয়ার খেলায় মেতেছে মন্তব্য করে তিনি বলেন, উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়া বাকিদের পারফরম্যান্স তো দেখি না। প্রধান উপদেষ্টা মাঝেমধ্যে চার বা ছয় মারছেন। জাতির মধ্যে এতে নতুন উন্মাদনা তৈরি হচ্ছে। কিন্তু বাকিদের ১০ মাসের ব্যর্থতা দেখলাম। এভাবে বিচার, সংস্কার ও নির্বাচন কোনোটায় সঠিকভাবে হবে না। সঠিকভাবে সবকিছু করার জন্য উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি।

পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক লতিফ মাসুম, পেশাজীবী অধিকার পরিষদের সহ-সভাপতি ড. ইমরান হোসাইন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পী প্রমুখ।

 

গণঅধিকার পরিষদ

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ