‘কুইন’, ‘হাউসফুল ৩’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমা দিয়ে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন লিসা হেইডোন। তবে বলিউড অভিনেত্রীর পাশাপাশি তাঁর আরেকটি পরিচয়ও আছে। তিনি একজন সুপারমডেল। চল্লিশ ছুঁই ছুঁই লিসা এখন তিন সন্তানের মা। কিন্তু সেটা বোঝার একদমই উপায় নেই।
লম্বা গড়নের আকর্ষণীয় অবয়ব ধরে রেখেছেন দিব্যি। তাঁর ফ্যাশনবোধেরও আলাদা তারিফ করতে হয়। ইনস্টাগ্রামে পাওয়া ছবিগুলোয় প্রায়ই লিসাকে আবেদনময় রূপে দেখা যায়। তাঁর নানা লুকের আদ্যোপান্ত দেখে আসি আজ চলুন।
কমলা-সাদা ফ্লোরাল প্রিন্টের স্লিভলেস টপ আর স্কার্ট পরেছেন তিনি এই লুকে। আর ফ্রেমবন্দী হয়েছেন একদম ন্যাচারাল মেকআপে।
স্ট্র্যাপলেস কোরসেট এসেমেট্রিক ড্রেসে আবেদন ছড়াচ্ছেন নায়িকা। পুরো ড্রেসে সিলভার সিকুইনের কাজ চোখে পড়ার মতো
অভিনেত্রীর পরা এই আইভরি কোরসেট গাউনে বিশেষ আবেদন কাড়ছে স্লিট ডিজাইন। পোশাকের সঙ্গে গলায় আর কানে শোভা পাচ্ছে হীরা-পান্নার অলংকার। আর পায়ে পরেছেন হিল।
ব্যাকলেস বিডেড গাউনে স্টাইলিশ লিসা। ন্যুড মেকআপ আর সফট কার্ল করে ছেড়ে রাখা তাঁর চুল
লাল রঙের ফ্লোরাল এমব্রয়ডারি করা অরগাঞ্জা ড্রেপ ব্লাউজ আর লেহেঙ্গায় মোহময়ী লিসা।
ডাস্টি পিংক শাড়ি সেটে গর্জিয়াস লিসা। সিকুইন, মিরর আর হ্যান্ড এমব্রয়ডারি করা এই শাড়ির সঙ্গে ম্যাচিং স্ট্র্যাপলেস ব্লাউজ পরেছেন তিনি
মিরর আর মুক্তার ট্যাসেল বসানো টপের সঙ্গে ব্যাক স্লিট, শিয়ার পেনসিল স্কার্ট পরেছেন লিসা। তাঁর কোমর পর্যন্ত লম্বা চুলগুলো যেন সমুদ্রের হাওয়ার সঙ্গে মিলেমিশে যাচ্ছে
এথনিক লুকেও অন্য রকম সুন্দর লিসা। এখানে পরেছেন সোনালি-হলুদের মিশেলে লেহেঙ্গা সেট। এমব্রয়ডারি করা আকর্ষণীয় কাটের বুস্টিয়ার আর প্লিটেট স্কার্টের সঙ্গে চোকার শোভা পাচ্ছে তাঁর গলায়
ফ্লোরাল এমব্রয়ডারি করা জ্যাকেট সেটের সঙ্গে গলায় শোভা পাচ্ছে আকর্ষণীয় চোকার
অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন সুপারমডেলও। এই র্যাম্প লুকে পরেছেন ডিপ ভি নেকের টপ আর স্যাটিন স্কার্ট
এথনিকের সঙ্গে মডার্ন আমেজ আছে লিসার এই শাড়ির লুকে। সুইটহার্ট নেকের ব্লাউজের সঙ্গে এই সুন্দর শাড়ি তিনি পরেছেন মিনিমাল জুয়েলারি দিয়ে
কালো ব্লেজার আর ডেনিম প্যান্ট পরে বেশ ক্যাজুয়াল মুডে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। সঙ্গে জুটি হয়েছে ফরাসি ব্র্যান্ড দিওরের বাকেট ব্যাগ।
অভিনেত্রী লিসা হেইডোন ইনস্টাগ্রাম