সর্বশেষ
গণতন্ত্র আজও বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া
বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের নিয়ে জেনেভা ক্যাম্পে নাহিদ
ঈদের পোশাকে আত্ম–নিবেদনের গল্প বলছে লা রিভ
ব্রাহ্মণবাড়িয়ার যে গ্রামে বর্বরতার শেষ নেই
কানাডায় ভয়াবহ দাবানল, ম্যানিটোবায় জরুরি অবস্থা জারি
বেটিসকে উড়িয়ে কনফারেন্স লিগ জয়ী চেলসির ইতিহাস 
রংপুর মেডিকেলের মর্গে থাকা লাশের চোখ গায়েব: কর্তৃপক্ষ বলছে, ইঁদুরে খেয়ে ফেলেছে
কাঠবাদাম না আখরোট- কোন বাদামে স্মৃতিশক্তি বাড়বে
চট্টগ্রামে নারীকে লাথির ভিডিও ভাইরাল, অভিযুক্তকে নিয়ে যা বললেন যুবদল সভাপতি
কে থাকবেন শাকিবের সঙ্গে, অপু না বুবলী!
তারেক রহমানের খালাসে প্রমাণিত হাসিনার আমলের সব মামলা মিথ্যা: সাদা দল
সচিবালয়ে কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা
আবারও নগর ভবনের সামনে ইশরাক সমর্থকরা, শপথ না পড়ানো পর্যন্ত অবস্থানের ঘোষণা
আজ থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে জুয়েলারি প্রতিষ্ঠান
পদত্যাগ করতে পারেন ফারুক, দায়িত্ব নিতে প্রস্তুত আমিনুল

এ সিরিজ দিয়ে বিশ্বকাপে চোখ পাকিস্তানের

অনলাইন ডেস্ক

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি২০ বিশ্বকাপ আয়োজন করবে। আজ শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে সেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে পাকিস্তান। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক সালমান আলী আগা বলেছেন, আগামী টি২০ বিশ্বকাপের জন্য ২০-২৫ জনের একটা গ্রুপ তৈরি করতে চান। সে কাজটা তারা এখন থেকে শুরু করতে চান। এর আগের দিন কোচ মাইক হেসনও আগামী বিশ্বকাপের প্রস্তুতির কথা বলেছেন।

পাকিস্তানের এ দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদির মতো তিন তারকা নেই। সুযোগ দেওয়া হয়েছে সদ্য সমাপ্ত পিএসএলে পারফর্ম করা হাসান নওয়াজ, সাহিবজাদা ফারহান, ইরফান খানের মতো তরুণদের।

এ পরিবর্তন নিয়ে সালমান বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বিশ্বকাপের আগে এমন একটি একাদশ তৈরি করা যারা শ্রীলঙ্কান (আগামী বিশ্বকাপের ভেন্যু) কন্ডিশনে দুর্দান্ত পারফর্ম করবে। সে সঙ্গে আমরা ২০-২৫ জনের একটা পুল তৈরি করতে চাই, যেন বিশ্বকাপের আগে কেউ চোটে পড়লে দলকে ভুগতে না হয়। গত বিশ্বকাপে এই কারণে আমাদের বেশ সমস্যায় পড়তে হয়েছিল।’

এই পরিবর্তন নিয়ে গতপরশু অবশ্য ভিন্ন কথা বলেছিলেন পাকিস্তানের সাদা বলের নতুন কোচ মাইক হেসন, ‘আগামী টি২০ বিশ্বকাপের আগে আমাদের হাতে যথেষ্ট ম্যাচ আছে। আমরা যে স্টাইলে টি২০ খেলতে চাই, সেটা এই সময়ের মধ্যে আশা করছি অভ্যস্ত হতে পারব। আর এই স্টাইলের সঙ্গে মানানসই খেলোয়াড়দেরই আমরা দলে নেব।’ সদ্য সমাপ্ত পিএসএলে সালমান ও হেসন ইসলামাবাদ ইউনাইটেডে জুটি ছিলেন। সেখানে তারা আক্রমণাত্মক ক্রিকেটের ব্র্যান্ড গড়ে তুলেছিলেন। জাতীয় দলেও আক্রমণাত্মক ক্রিকেট দেখা যাবে বলে জানিয়েছেন সালমান।

 

ক্রিকেট      বাংলাদেশ – পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ