সর্বশেষ
‘হাসিনা যতদিন ভারতে আশ্রিত থাকবে, ততদিন তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না’
ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব: তারেক রহমান
রায়ের কপি পেলে আইন দেখে সিদ্ধান্ত
গণতন্ত্র আজও বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া
বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের নিয়ে জেনেভা ক্যাম্পে নাহিদ
ঈদের পোশাকে আত্ম–নিবেদনের গল্প বলছে লা রিভ
ব্রাহ্মণবাড়িয়ার যে গ্রামে বর্বরতার শেষ নেই
কানাডায় ভয়াবহ দাবানল, ম্যানিটোবায় জরুরি অবস্থা জারি
বেটিসকে উড়িয়ে কনফারেন্স লিগ জয়ী চেলসির ইতিহাস 
রংপুর মেডিকেলের মর্গে থাকা লাশের চোখ গায়েব: কর্তৃপক্ষ বলছে, ইঁদুরে খেয়ে ফেলেছে
কাঠবাদাম না আখরোট- কোন বাদামে স্মৃতিশক্তি বাড়বে
চট্টগ্রামে নারীকে লাথির ভিডিও ভাইরাল, অভিযুক্তকে নিয়ে যা বললেন যুবদল সভাপতি
কে থাকবেন শাকিবের সঙ্গে, অপু না বুবলী!
তারেক রহমানের খালাসে প্রমাণিত হাসিনার আমলের সব মামলা মিথ্যা: সাদা দল
সচিবালয়ে কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

চক্ষু বিজ্ঞান হাসপাতালের নার্স-কর্মচারীদের কর্মবিরতিতে হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক

চক্ষু বিজ্ঞান হাসপাতালের নার্স-কর্মচারীদের কর্মবিরতিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর ১২টার দিকে একদল দুর্বৃত্তরা লাঠি ও রড নিয়ে তাদের ওপর হামলা করে।

জানা যায়, গতকাল হাসপাতালের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরীকে তার নিজ রুমে অবরুদ্ধ করে আহত জুলাই যোদ্ধারা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু করেন হাসপাতালের নার্স ও কর্মচারী। পরে দুপুর ১২টার দিকে একদল দুর্বৃত্ত লাঠি ও রড নিয়ে তাদের ওপর হামলা করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের নার্স ও কর্মচারীদের কর্মবিরতিতে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অনেকেই আহত হয়েছেন। পরে কোস্ট গার্ড সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, কর্মবিরতি চলার কারণে হাসপাতালের বহির্বিভাগের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। এতে চারশ থেকে পাঁচশ রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যান।

ফাতেমা খাতুনের আজ চোখের ছানি অপারেশন হওয়ার কথা ছিল। তবে কর্মবিরতি থাকার কারণে সেটা করা সম্ভব হয়নি তার বড় ছেলে শাহিদুর ইসলাম বলেন, বুধবার সকালে আমার মায়ের অপারেশন করার কথা ছিল। হাসপাতালে এসে দেখেছি নার্স ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছে, অস্ত্রোপচারের বিষয় জানতে চাইলে কেউ কোনো কথা বলতে রাজি হননি। শুধু আমার মায়ের না কয়েকশ রোগীকে সেবা না পেয়ে ফিরে যেতে দেখেছি।

পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, আমাকে কাল কার্যালয়ে অবরুদ্ধ করে জুলাই যোদ্ধারা। এ সময় একাধিক ব্যক্তি গায়ে কেরোসিন ও পেট্রল ঢেলে আত্মহত্যার হুমকি দেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাই চিকিৎসক ও নার্সরা জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন করছেন।

 

হামলা      হাসপাতাল

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ