সর্বশেষ
আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ
কেন্দ্রীয় ঈদগাহের পাশে ড্রাম ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার
‘ঢাকা লকডাউন’ ঘিরে সতর্ক নগরবাসী
জরুরি বৈঠক ডাকল এনসিপিও
প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন
চুয়াডাঙ্গার সাবেক মেয়র ঢাকায় আটক
ধামরাই যুবদলের মোটরসাইকেল শোডাউন 
দেশের অর্থনীতির চালিকাশক্তি কৃষি খাত: কৃষি সচিব
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
‘যত দ্রুত গণভোট হবে, তত দ্রুত শান্তিপূর্ণ নির্বাচনের পথ প্রশস্ত হবে’
উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
পাকিস্তান ম্যাচে ফাটল মাথা, হাসপাতালে তারকা
জামায়াতসহ সমমনা ৮ দলের বিক্ষোভ সমাবেশ
ঢাকাসহ বিভিন্ন জেলায় আরও ৬ যানবাহনে আগুন
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

প্রেমের গুঞ্জনে বিরক্ত কৃতি শ্যানন

অনলাইন ডেস্ক

‘তারকাদের জীবনে প্রেমের গুঞ্জন থাকবেই, নইলে ক্যারিয়ার অসম্পূর্ণ থেকে যাবে’ সিনে দুনিয়ার প্রচলিত কথা এটি। তাই প্রেমের গুঞ্জন নিয়ে তারকাদের খুব একটা মাথা ঘামাতে দেখা যায় না। উল্টো অনেকে বিষয়টি বেশ উপভোগ করেন। কেউ কেউ আবার প্রেমের প্রসঙ্গ এলে চেষ্টা করেন, কথার ছলে তা গুজব বলে উড়িয়ে দেওয়ার। ‘মিথ্যা’, ‘বানোয়াট’, ‘নিছক গুঞ্জন’ প্রেমের মন্তব্যে এমন কিছু শব্দ বারবার ব্যবহার করেন তারকারা। কিন্তু এবার বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন, তাতে বোঝা গেল, এ নিয়ে কথা বলতে একেবারেই নারাজ। তিনিও সেটা স্বীকার করে সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, প্রেমের গুঞ্জনে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা রীতিমতো বিরক্ত।

অভিনেত্রীর কথায়, ‘আমরা শিল্পীরা যখনই কারও বিপরীতে কাজ করি, কিংবা কোনো অনুষ্ঠানে কোনো তারকার সঙ্গে হেসে কথা বলি, তখনই তা নিয়ে নানা কথা রটে। শুরু হয় প্রেমের গুঞ্জন। জানি, আলোচনায় রাখা, সিনেমার প্রচার, তারকাদের নিয়ে দর্শকের কৌতূহল বাড়িয়ে দেওয়ার এমন বেশ কিছু কারণে গসিপ ছড়ানো হয়। তাই এ নিয়ে খুব ভাবার কিছু নেই। কিন্তু কর্মক্ষেত্রের বাইরে, অন্য কারও সঙ্গে সাক্ষাৎ বা কথা বলা নিয়েও যে প্রেমের গুঞ্জন ছড়াতে পারে এটা সত্যি ভাবিনি। তাই কবির বাহিয়ার সঙ্গে সম্পর্কের খবর রটানো নিয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা রীতিমতো বিব্রত। বিষয়টি আমাদের জন্য বিরক্তি আর অপমানের।’ অনেকটা ক্ষোভ নিয়েই ভারতীয় সংবাদমাধ্যমে এ কথাগুলো বলেছেন কৃতি।

আরও বলেছেন, ‘যখন কারও সম্পর্ক নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়, তখন সেই মানুষটির মনের অবস্থা কেমন হয় তা রটনাকারীরা কখনও জানার চেষ্টাও হয়তো করেননি। যদি জানার চেষ্টা করতেন, তাহলে নিত্যদিন এত মিথ্যা গুজব-গুঞ্জন কানে আসতো না। তারকাজুটি নিয়ে মন্তব্য, জল্পনা-কল্পনার কথা দর্শক অনুরাগীরা বলতেই পারেন। কিন্তু একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে অহেতুক মিথ্যা খবর ছড়িয়ে দেওয়ার বিষয়টি সমর্থন করি না। তাই কবির বাহিয়ার সঙ্গে আমার সত্যিকারের সম্পর্ক কী, কীভাবে পরিচয়, কোথায় সাক্ষাৎ তা সঠিকভাবে না জেনেই প্রেমে, বিয়ের খবর রটিয়ে বিষয়টি মেনে নিতে পারছি না। আশা করছি, এ প্রসঙ্গ নিয়ে কেউ আমায় কোনো প্রশ্ন করে আমাকে বিরক্ত করবেন না। হ্যাঁ, এটুকু বলে রাখছি, প্রেম বা বিয়ে নিয়ে যদি কখনও কিছু বলার প্রয়োজন পড়ে, তা হলো রাখঢাক না রেখে সোজাসাপ্টা সবাইকে জানিয়ে দেব।’

এদিকে, ব্যক্তিজীবনের প্রসঙ্গকে পাশ কাটিয়ে কৃতি চেষ্টা করে যাচ্ছে অভিনয় ক্যারিয়ারে মনোযোগ দিতে। শিগগিরই এই অভিনেত্রীকে দেখা যাবে শশাঙ্ক চতুর্বেদী পরিচালিত নেটফ্লিক্সের ‘দো পাত্তি’ সিনেমায়। এতে তাঁর সহশিল্পী হিসেবে আছেন কাজল, শাহীর শেখ, বিজেন্দ্র কালা, তানভি আজমী প্রমুখ।

বিনোদন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ